সাহিন সিকদার বাহরাইন।
বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খাঁনের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন।
১৫ জানুয়ারী শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪ টায় বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খাঁনের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমদ।
অনুষ্টান টি দুঠি পর্বে বিভক্ত ছিল. প্রথম পর্বে আলোচনা সভায় অনলাইনে যোগ দেন প্রথম আলোর সাবেক সিনিয়র রিপোর্টার, ব্র্যাকের অভিবাসন বিষয়ক প্রধান শরিফুল হাসান ও বাংলাদেশ সাংবাদিক ফোরাম সৌদীআরবের সভাপতি ও আর টিভির ব্যুরোচীপ মোহাম্মদ আবুল বশর।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের অর্থ বিষয়ক সম্পাদক নজির আহমদ।আরো বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সাংবাদিক নাইমুর রহমান শান্ত, সাংবাদিক মুফাজ্জল হোসেন লিটন, সাংবাদিক শাহীন শিকদার প্রমুখ।
শরিফুল হাসান তাঁর বক্তব্যে সাংবাদিক মিজানুর রহমান খাঁনের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন স্মৃতি চারণ করেন।তিনি বলেন , মাত্র তিপ্পান্ন বছর জীবনে মিজান ভাই সাংবাদিকতা কে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন. তিনি আইন. সংবিধান সকল ক্ষেত্রে ছির তাঁর অগাধ জ্ঞান ।”মিজান ভাই ছিলেন একজন নির্ভিক. সৎসাহসী বহু গুনে গুনান্বিত একজন সাংবাদিক । তাঁকে হারনো মানে সাংবাদিকতার জন্য একটি অপূরণীয় ক্ষতি।
সভাপতির বক্তব্যে বশির আহমদ বলেন, মিজান ভাইয়ের সাথে সরাসরি দেখা না হলে ও তাঁর লিখা পড়ার সুযোগ হয়েছে তাতে বিশ্মিত না হয়ে পারি না সর্ব ক্ষেত্রে তার অগাধ বিচরণ যে কাউকেই মুগ্ধ করবে। মিজানুর রহমান খানের চলে যাওয়ার শূন্যতা বাংলাদেশ মিডিয়া জগতের অপূরণীয় ক্ষতি।আমরা এই মহান সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করি. এবং মহান রবের কাছে প্রার্থনা করি তাঁকে জান্নাতের সর্বোচ্ছ মকামে স্থান দান করার জন্য।
অনুষ্ঠানের দ্বীতিয় পর্বে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সদস্য সাংবাদিক মুফাজ্জল হোসেন লিটন এর পরিচালনায় দেয়া ও মোনাজাত করা হয়।এতে মিজানুর রহমান খাঁন সহ করোনায় মারা যাওয়া সকলের আত্মার মাগফেরাত কমানা করা হয়, দেশ , জাতী ও প্রবাসীদের করোনা মহামারি থেকে হেফাজতের জন্য প্রর্থনা করা হয়।