জালালুদ্দিন রুমি
প্রেমিক তার প্রেমিকাকে জিজ্ঞেস করল,
তুমি কি আমার চেয়ে
নিজেকে বেশি ভালোবাসো?
প্রেমিকা জবাব দিল,
নিজের কাছে আমি তো মরে গেছি,
বেঁচে আছি তোমার জন্য ।
নিজেকে আর নিজের বৈশিষ্ট্যগুলো
আমি হারিয়ে ফেলেছি,
এই যে আমার উপস্থিতি
এ কেবল তোমার জন্য ।
আমি যা কিছু শিখেছিলাম
সব ভুলে গেছি,
তোমাকে জেনেই আমি এখন জ্ঞানী ।
আমি আমার সবটুকু শক্তি
হারিয়ে ফেলেছি,
তোমার বলেই আমি আজ বলীয়ান ।
আমি যদি নিজেকে ভালোবাসি
সে তোমাকেই ভালোবাসা,
যদি তোমাকে ভালোবাসি
সেও নিজেকেই ভালোবাসা ।
———————————-
অনুবাদ : মোরশেদ শফিউল হাসান