1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার মনোহরগঞ্জে প্রবাসী স্ত্রীকে অপহরণের অভিযোগে শাহ জামালের বিরুদ্ধে আদালতে মামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে ! কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

কুমিল্লার মনোহরগঞ্জে প্রবাসী স্ত্রীকে অপহরণের অভিযোগে শাহ জামালের বিরুদ্ধে আদালতে মামলা

কুমিল্লা বিশেষ প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৮ বার

মনোহরগঞ্জে প্রবাসী স্ত্রীকে অপহরণের অভিযোগে শাহ জামাল নামে এক প্রবাসীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ওই নারীর বাবা।
গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) ওই নারীর পিতা মোহাম্মদ নুরুজ্জামান বাদী হয়ে শাহ জামালের বিরুদ্ধে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
মামলার অভিযুক্ত শাহ জামাল বলেন, আমার বিরূদ্ধে যে অভিযোগ এনে আদালতে মামলা করা হয়েছে। তাহ সম্পন্ন মিথ্যা, ওই ভদ্র নারীর সাথে এমন কোন ঘটনার ঘটেনি। তাহার পিতা আমার মান-সন্মান নষ্ট করা এবং আমার পরিবারের সুন্দর একটি সংসার নষ্ট করার জন্য নুরুজ্জামান আমার বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিষয়টি এলাকার লোকজনের কাছ থেকে শুনলে মামলার ঘটনার সত্যতা প্রমাণিত হবে।

মামলা এজাহারে জানা যায়, নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি
গ্রামের মোহাম্মদ নুরুজ্জামান মেয়ে নাছরিন আক্তার লুনার সঙ্গে পাশের বাড়ীর প্রবাসী কামালের সাথে কয়েকবছর পূর্বে বিবাহ হয়। তাদের সংসারে দুটি সন্তান ও রয়েছে। বর্তমানে ওই নারীর স্বামী প্রবাসে রয়েছেন। গত কয়েকদিন ধরে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ শাহ জামাল ওই প্রবাসী স্ত্রীকে বিভিন্ন সময়
উত্তক্ত করতেন। বিষয়টি নিজ পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করায় ক্ষিপ্ত হয়ে শাহ জালাল গত ৮
ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় বাবার বাড়ী থেকে লুনাকে ডেকে নিয়ে গলায় ছুরি ধরে ও চোখ-মুখ বেঁধে সিএনজি যোগে নিয়ে যান শাহ জামাল ও তার সহযোগীরা।
বিষয়টি তাৎক্ষণিক পুরো গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী তাকে উদ্ধারের তৎপরতা চালান। অবস্থা বেগতিক দেখে ওই নারীকে পাশবর্তী নারারপাড়
গ্রামে রেখে পালিয়ে যান অভিযুক্ত শাহ জামাল। পরে সেখান থেকে গ্রামবাসী
তাকে উদ্ধার করেন। এদিকে মনোহরগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে গত
বৃহস্পতিবার (১১ ফেব্রæয়ারি) ভুক্তভোগী নারীর পিতা বাদী হয়ে কুমিল্লার নারী ও
শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে আদালত মামলাটি জেলা
গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে কান্দি গ্রামের রুহল আমিন,ইমান হোসন ও আব্দুর রব মাঝিসহ একাধিক ব্যক্তি জানান, তুচ্ছ একটি ঘটনা শুনেছি তবে অপহরণ করে নিয়েছে এমন কোন ঘটনা ঘটেছে কি-না আমাদের জানানেই।
সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, ‘সত্য-মিথ্যা যাই হোক, একটি
ঘটনাতো ঘটেছেই। আমাদের চেয়ারম্যান সাহেব সরাসরি ভুক্তভোগী নারীর মুখ
থেকে ঘটনার বিবরণ শুনেছেন। তিনি ব্যবস্থা নেবেন।’ অভিযুক্ত শাহ জামালের
সাথে ভুক্তভোগী নারীর প্রেমের সম্পর্ক ছিলো দাবি করে, নাথেরপেটুয়া ইউপি
চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন বলেন, ‘আমি ওই মেয়ের বক্তব্য নিয়েছি, তারা
দুজনে সেচ্ছায় গৃহত্যাগ করেছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম