আমিনুল হক বিশেষ প্রতিনিধি
কুমিল্লা সদরে ডাক্তার পরিচয়দানকারি প্রতারক মো: জসিম উদ্দিনকে (৩৯) আটক করেছে কুমিল্লা র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
গতকাল (১১ ফেব্রুয়ারি) রাতে সদরের নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো: জসিম উদ্দিন কুমিল্লা সদরের ছোট আলমপুর গ্রামের মোঃ মন্তাজ মিয়ার ছেলে।
র্যাব জানায়, মোঃ জসিম উদ্দিন(৩৯) নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ভূল চিকিৎসা প্রাদান করে। লাইসেন্সবিহীন হাই এন্টিবায়োটিক ইনজেকশন ও উচ্চমাত্রার ঔষধ বিক্রি এবং নিজেকে রেজিস্টারভুক্ত বড় ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে আসছিল। অভিযানে বিভিন্ন ধরনের লাইসেন্সবিহীন হাই এন্টিবায়োটিক ইনজেকশন ও উচ্চমাত্রার ঔষধ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।