কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফের কেরুনতলী এলাকা থেকে ১টি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলি নিয়ে রোহিঙ্গাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১৫)।
রবিবার (৭ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে কেরুনতলী স্থলবন্দর নিকটবর্তী সাইরংখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ৮নং ওয়ার্ডের মৃত তৈয়ব আলীর ছেলে মোঃ আলম (৩৫) ও মৌছনী ক্যাম্প-২৬ এর রেদওয়ানের ছেলে মোঃ আজিম (২০)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা দুর্ধর্ষ ডাকাত জাকিরের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।
তাদের দেহ তল্লাশি করে ১টি দেশীয় শুটারগান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৫ জন পালিয়ে যায়।
ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অস্ত্র-গুলি সংগ্রহ করে তাদের হেফাজতে রেখে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে বিক্রি করে এবং নিজেরাও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করে।
আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।