শ্যামল বাংলা ডেক্স
নারায়ণগঞ্জে তিন বছর ধরে অব্যবহৃত আট তলা জুডিশিয়াল ভবনটিতে হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠা করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন তিন বছর আগে নির্মিত এ ভবনটি তৈরির পর থেকেই খালি অবস্থায় পড়ে রয়েছে।
রোববার নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের দাবির পরিপ্রেক্ষিতে এ আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জে কুমুদিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যানসার রিসার্চ কিমস কেয়ার হাসপাতালটির ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী খানপুর ৩শ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা ও টিকা কার্যক্রম পরিদর্শনে যান।
হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে শামীম ওসমান বলেন, শহরের পুরোনো কোর্ট এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি তিন বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। নারায়ণগঞ্জে সম্প্রতি আইনমন্ত্রী এলে সেখানে গণমাধ্যম কর্মীরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেছিলেন, মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ভবনটি হস্তান্তর করে দেবেন।
এ দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শামীম ওসমান যে ভবনের কথা বলেছেন, সেটা আইন মন্ত্রণালয়ের অধীন। আমরা আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। ভবনটি যদি নিতে পারি, তাহলে অবশ্যই এখানে একটি সুন্দর হার্টের হাসপাতাল করে দিতে চাই।