1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সূ কী’রা যে কেন এমন হয়ে যায়! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে !

সূ কী’রা যে কেন এমন হয়ে যায়!

সায়েদ তারেক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২০২ বার

যে দেশে গনতন্ত্র নাই, যে সমাজে মত প্রকাশের স্বাধীনতা থাকেনা মানুষ প্রাণখুলে কথা বলতে পারেনা মতামত প্রকাশ করতে পারে না, সে সমাজ যত আধুনিক বা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হোক- হোক সে চায়না রাশিয়া উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্যের শেখ বা বাদশাহশাষিত রাষ্ট্রগুলো বা বাড়ীর পাশের বার্মা, এগুলোকে আমি সভ্য দেশ বলি না। এরা অসভ্য ইতর বর্বর জংলী। বার্মা একটা জাত অসভ্য দেশ।’৪৮এ বৃটিশ থেকে স্বাধীনতা পাওয়ার পর বছরকয়েক কোনমতে চলতে পারলেও ১৯৬২ থেকে- আজ প্রায় ষাট বছর আর্মি ক্ষমতা দখল করে আছে। আর এ কাজটি তারা করতে পারছে প্রতিবেশী চায়নার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায়। চায়নায় গনতন্ত্র নাই তারা গনতন্ত্র মানে না। মাও সে তুংয়ের আদর্শ থেকে সরে এসে একটি বিশেষ সুবিধাভোগী চক্র সেখানে গোষ্ঠী স্বৈরাচার কায়েম করে রেখেছে। তারা চায় তাদের বলয়ে থাকা সরকারগুলোও তাদেরই কায়দায় ক্ষমতা করায়ত্ব করে রাখুক। এতদিন ধরে বার্মায় তাই হয়ে আসছে।
সেদিন নতুন করে সামরিক আইন জারী বা সামরিক বাহিনীর সর্বময় ক্ষমতা গ্রহন বার্মায় নতুন কোন ঘটনা না। এর আগে বহুবার এমন ঘটেছে। মাঝেমাঝেই ঘটে। সবাই জানে দেশটা চায়নার তালুকদারি সম্পত্তি- এ জন্য কেউ কিছু বলে না। ওটা চায়নাকেই দিয়ে রেখেছে। তারপরও জাতিসংঘ বা আমেরিকার ভয়ে গনতন্ত্রের কিছু ভড়ং করতে হয়, মিলিটারিরা জনগনকে রাজনীতি করার সুযোগ দিয়ে রেখেছে, মানুষ সেখানে দল করতে পারে, নির্বাচন হয় নির্বাচনে প্রতিদ্বন্ধিতাও করতে পারে, কিন্তু ক্ষমতা পায়না কখনও। ক্ষমতা রয়ে যায় মিলিটারির হাতে।

এই দেশে গনতন্ত্র কায়েমের জন্য আবির্ভূত হয়েছিলেন আধুনিক বার্মার ফাদার অফ দ্য নেশন বা ‘জাতির জনক’ হিসেবে খ্যাত প্রয়াত অং সানের কন্যা সূ কী। অং সান বার্মার রাজনীতিতে একজন সফল এবং জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। বৃটিশ থেকে বার্মার স্বাধীনতার জন্য তিনি দেন দরবার করেছেন। বৃটিশ সরকারের সাথে স্বাধীনতার চুক্তিতে স্বাক্ষর করেছেন। ’৪৬এর নির্বাচনে বিজয়ী সংখ্যাগড়িষ্ঠ দলের নেতা হিসেবে বৃটিশ রাজের অধীনে সরকার গঠন করেছিলেন, প্রধান মন্ত্রীও হয়েছিলেন। তার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ীই ১৯৪৮ সালে বার্মা বৃটিশ থেকে স্বাধীনতা পায়। কিন্তু সে স্বাধীনতা তিনি দেখে যেতে পারেন নাই। ’৪৭ সালের ১৯ জুলাই মন্ত্রীসভার বৈঠক করার সময় সশস্ত্র ব্যক্তিদের গুলীতে নিহত হন অং সান। সে সময় তার বয়স ছিল মাত্র বত্রিশ বছর। তার সাথে মন্ত্রী পরিষদের আটজন সদস্যও মৃত্যুবরন করেন।

পিতা অং সান যখন নিহত হন কন্যা সূ কীর বয়স তখন মাত্র দুই বছর। জন্ম এবং বেড়ে ওঠা রেঙ্গুনে। গ্রাজুয়েশন করেছেন দিল্লী ইউনিভার্সিটি এবং লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। বছর তিনেক জাতিসংঘেও কাজ করেছেন। এরপর দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হন। ’৮৮তে আর্মি শাষনের বিরুদ্ধে একটা বড় আন্দোলন হয়। সূ কী তাতে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। ’৯০এর নির্বাচনে তাঁর দল এনএলডি সংসদের ৮১ শতাংশ আসন লাভ করতে সক্ষম হয়, কিন্তু এবারের মত সেবারও আর্মি রাজনীতিকদের কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করে। সূ কী’কে হাউজ এ্যারেস্ট করা হয়। ২০১০ সাল পর্যন্ত তাঁর ২১ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে ১৫ বছর অন্তরীনে কাটান। এ সময় তার মুক্তি এবং বার্মায় গনতন্ত্র কায়েমের জন্য বিশ্বব্যপী দাবী ওঠে। কারা নির্যাতিতা সূ কী হয়ে ওঠেন ‘গনতন্ত্রের মানসকন্যা’। ২০১০ এর নির্বাচন তার দল বয়কট করে, অবশ্য ’১২ সালের ৪৫টি শুন্য আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে ৪৩টিতে জয়লাভ করে। সূ কী নিজেও সে সেময় এমপি হন। ২০১৫ সালের নির্বাচনে সূ কী’র দল ভুমিধ্বশ বিজয় লাভ করে। সংসদের ৮৬ শতাংশ আসন পেয়ে দেশের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নিয়োগের যোগ্যতা অর্জন করে। সাংবিধানিক বাধার কারনে সূ কী’ নিজে রাস্ট্রপ্রধান হতে পারেন নাই তবে সরকারপ্রধান বা প্রধানমন্ত্রীর মর্যাদায় নতুন সৃস্ট ‘স্টেট কাউন্সিলর’ পদ গ্রহন করেন, যদিও মূল ক্ষমতা রয়ে যায় আর্মির হাতে। তারপরও একজন বেসামরিক সরকারপ্রধান হিসেবে আন্তর্জাতিক পরিমন্ডলে নিজের দেশকে গনতন্ত্রের পথে চলা দেশ হিসেবে তুলে ধরতে সচেষ্ট হন। ভারতের সাথে ঘনিষ্ঠতা বাড়ান, যেটা চায়নার পছন্দনীয় ছিল না। এর মধ্যে জাতীয় নির্বাচন এসে যায়। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সূ কী’র দল সংখ্যাগড়িষ্টতা পায়। জালিয়াতির অভিযোগ তুলে আর্মি সে নির্বাচনের ফলাফল বাতিল করে দিয়েছে। ১ ফেব্রুয়ারি সামরিক আইন জারী করে সূ কীসহ তার দলের শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার করেছে।
চায়না কখনই সূ কী’র উত্থানকে সমর্থন করে নাই। হতে পারে এখনই তার রাশ টেনে ধরাটা দরকার মনে করেছে। আবার আর্মি বসিয়ে দিয়েছে। এসব ঘটনা বার্মার অভ্যন্তরীন বিষয়। এ ব্যপারে আমার জানা-বোঝার আগ্রহ খুবই কম। সেই ছোটবেলা থেকেই জেনে এসেছি মগারা (বার্মিজ) বর্বর নিষ্ঠুর অসভ্য। এক সময় এরা বাংলাদেশে ঢুকে বহু লুটপাট হত্যাযজ্ঞ চালিয়েছে। বলতে গেলে বার্মা নামের দেশটাকে নতুন প্রজন্ম চিনেছে সূ কী’কে দিয়ে। গনতন্ত্র মানবিকতা মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে দীর্ঘদিন কারাবাস করেছেন। সে কারনে বরাবরই তার প্রতি এক ধরনের সহানুভুতি ছিল। বিশ্বে গনতান্ত্রিক আন্দোলনের একজন আইকন হিসেবে তাকে নোবেল পুরষ্কারে ভূষিত করা হয়। সেই সূ কী যখন ’১৫তে বার্মার সরকার প্রধান হলেন আমরা খুশী হয়েছিলাম। কিন্তু সব খুশী ধুলায় মিশে যায় যখন তিনি ২০১৭ সালে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা গনহত্যাকে প্রকাশ্য সমর্থন জানালেন।

বলার অপেক্ষা রাখেনা, জাতিগত নিপীড়ন তো বটেই এথনিক ক্লিনজিংয়ে নিজ জনগোষ্ঠী রোহিঙ্গা মুসলিমদের ওপর যে অত্যাচার নির্যাতন পাশবিকতা বর্বরতা চালানো হয়েছে তা সমসাময়িককালের ইতিহাসে বিরল। সূ কী তার সেনাবাহিনী এবং গনহত্যার পক্ষ নিয়েছেন। বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বার্মার নাগরিক হিসেবে মানতে অস্বীকার করেছেন। ফিরিয়ে নিতে টালবাহানা করেছেন। শুধু এবার না, ২০১২ সালে যখন রাখাইন রাজ্যে দাঙ্গা বাধানো হয় তখনও তিনি নিশ্চুপ থেকেছেন। ২০১৫ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অত্যাচার নির্যাতন চালানোর সময়ও তিনি সাংবাদিকদের বলেছেন রোহিঙ্গারা যে বার্মিজ সিটিজেন এটাই তিনি জানেন না। এই হামলার তিনি নিন্দাও জানান নাই। বরঞ্চ ২০১৩ সালে বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন ‘বিশ্বব্যপী মুসলিম শক্তির উত্থান’ থেকে ভয়জনিত কারনে ওই ঘটনা ঘটে থাকতে পারে। এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন মিশাল হোসেন নামে এক মুসলিম সাংবাদিক। পরে অন্য এক উপলক্ষ্যে ‘একজন মুসলিম’কে দিয়ে কেন তার সাক্ষাৎকার নেওয়ানো হয়েছিল এজন্য উষ্মা প্রকাশ করেছিলেন। এইসব ঘটনা প্রমান করেন সূ কী মনেপ্রাণে একজন মুসলিম বিদ্বেষী।

রোহিঙ্গা গনহত্যায় সমর্থন যুগিয়ে বিশ্বব্যপী সূ কী সমালোচিত হন। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির অপরাধ বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেন, সূ কী মিয়ানমারে রোহিঙ্গা গনহত্যাকে জায়েজ করার চেষ্টা করছেন। এ সময় তার নোবেল প্রাইজ বাতিলে স্বাক্ষর সংগ্রহেরও আহ্বান জানানো হয়। ইতিপর্বে যে সকল সংস্থা গনতন্ত্রের আন্দোলনে আত্মত্যাগের জন্য সূ কী’কে বিভিন্ন পদক পুরষ্কারে ভূষিত করেছিল তারও একে একে তা প্রত্যাহার করে নিতে থাকে। ১৩ সেপ্টেম্বর ’১৭ তারিখে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগদানেও তিনি বিরত থাকেন। ২০২০এর ডিসেম্বরে হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচারালয়ে উপস্থিত হয়ে সূ কী রোহিঙ্গাদের ওপর বার্মিজ সেনাবাহিনীর হত্যাযজ্ঞকে সমর্থন করেন, গনহত্যার অভিযোগ অস্বীকার করেন। শুধু তাই না রোহিঙ্গাদের সম্পর্কে সংবাদ সংগ্রহ করতে আসা বেশ কয়েকজন আন্তর্জাতিক গনমাধ্যম কর্মীকে গ্রেপ্তার করেন। এদেরকে বিশ্বাষঘাতক বলেও গালমন্দ করেন। আদালতকে নির্দেশ দিয়ে প্রত্যেকের নামে সাত বছর করে কারাদন্ড ঘোষনা করান। এবং এভাবে নিজেকে তিনি একজন স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন।

সর্বশেষ, আম-ছালা দুইই হারিয়ে এখন আর্মির হেফাজতখানায় তশরীফ এনেছেন। তদন্ত হচ্ছে। বলা হয়েছে অপরাধী প্রমানিত হলে তার দুই বছরের কারাদন্ড হতে পারে।
সূ কী’র এই পরিনতিতে বাংলাদেশের মানুষকে বেশ খুশীই মনে হচ্ছে। কয়েকদিন ফেসবুকে বিভিন্ন পোস্টে দেখলাম আনন্দ উল্লাশ। এগুলো আবেগের বহি:প্রকাশ। আসল বিষয়টি হচ্ছে সূ কী মানুষের আস্থা বিশ্বাষ ও ভালবাসা হারিয়েছেন। একজন নির্যাতিতা নেত্রী হিসেবে যে সহমর্মীতা সহানুভুতি লাভ করেছিলেন তা খুইয়েছেন। এমন না যে অশিক্ষিত বা হাফ এডুকেটেড কোন মহিলা, বিশ্বের নামকরা বিদ্যাপীঠগুলোলো থেকে যার ডিগ্রি লাভ, সমাজ সভ্যতা সম্পর্কে বিস্তর জ্ঞান, তেমন একজন মানুষ ক্ষমতা হাতে পেয়ে কিভাবে বিবেক নীতি নৈতিকতা বিসর্জন দিলেন স্বৈরাচারের প্রতিভূ হয়ে উঠলেন সেটাই বিষ্ময়! এসেছিলেন ‘গনতন্ত্রের মানসকন্যা’ হিসেবে, হয়ে গেলেন স্বৈরাচার! সূ কী’রা যে কেন এমন হয়ে যায়!

রোহিঙ্গা গনহত্যায় সূ কী’র হাত রাঙানোকে যেমন মানতে পারি নাই আজ আর্মির ফাটকে তার অবস্থানকেও সমর্থন করি না। সভ্য মানুষ হিসাবে তার প্রতিবাদ আমরা করবো, সত্বর মুক্তিও চাইবো। বার্মার জনগন সেনাশাষনের যোয়াল ভেঙ্গে বের হয়ে আসুক সেটাও কামনা করবো। আশা করবো একটি গনতান্ত্রিক বার্মা তাদের রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্মানের সাথে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে যাবে। তেমনটা যেদিন ঘটবে সেদিনই বুঝবো দেশটা সভ্য হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম