1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুরোদমে লবণ উৎপাদন, দাম নিয়ে হতাশ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব-ব্যারিস্টার সজিব সিরাজদিখানে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি জানুয়ারীতে ড্যান গ্রেডিং সার্টিফিকেট প্রদান করবেন ওস্তাদ জাহাঙ্গীর আলম সংঘাতময় পরিস্থিতিতে আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত করার জন্য অধ্যাপক এম এ বার্ণিকের আহ্বান” মাগুরায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৫  ১৩ পদে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত নকলায় মহান বিজয় দিবস পালিতনকলায় মহান বিজয় দিবস পালিত

পুরোদমে লবণ উৎপাদন, দাম নিয়ে হতাশ!

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৬৫ বার

কক্সবাজারে লবণ উৎপাদনের ধুম পড়েছে। চলতি মৌসুমে প্রায় ২০ লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা।

লবণের দাম বাড়বে এমন প্রত্যাশা নিয়ে চাষীরা পুরোদমে লবণ উৎপাদনে কঠোর পরিশ্রম করলেও এখনো দাম না বাড়ায় হতাশ চাষীরা।

হতাশা নিয়েই লবণ উৎপাদনে পুরোদমে কাজ করছেন চাষীরা। প্রত্যাশা মতো লবণের দাম এখনো বাড়েনি।

যেভাবে লবণ উৎপাদন হচ্ছে চলতি মৌসুমে চাহিদারও বেশী লবণ উৎপাদন হবে মনে করছেন চাষীরা।

লবণ চাষীরা বলেছেন, বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ, লবণের প্রতি কেজি ক্রয়মূল্য নির্ধারণ, প্রান্তিক চাষিদের কাছ থেকে লবণ ক্রয়সহ বিভিন্ন দাবী উত্থাপন করা হয়েছে।

সাংসদ আশেক উল্লাহ রফিক লবণের দাম বাড়াতে জাতীয় সংসদে বছরের প্রথম অধিবেশনে দাবী উত্থাপন করেছেন।

তিনি বিষয়টি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে অবহিত করেছেন।

আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কুতুবদিয়া সফরকালে ফোনে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন লবণের বিষয়ে।

এরপর লবণের ন্যায্যমুল্য নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। বর্তমানে মাঠ পর্যায়ে লবণের যে দাম এতে শুধু চাষী নয় সংশ্লিষ্ট সবাই হতাশ।

কক্সবাজার বিসিকের দেয়া তথ্যমতে, চাহিদা মেটানোর লবণ বাংলাদেশেই উৎপাদন হয়।

এ কারণে লবণ আমদানি স্থায়ীভাবে নিষিদ্ধ করে যথাযথ মুল্য নির্ধারণ চায় প্রতিষ্ঠানটি।

চলতি মৌসুমে সাড়ে ১৯ লাখ মেট্রিক টন লবণের চাহিদা রয়েছে। যেভাবে মৌসুম শুরু হয়েছে এতে লক্ষ্যমাত্রা অর্জনে কোন সমস্যা হবে না।

এছাড়া খাবার লবণ হিসেবে ব্যবহৃত সোডিয়াম ক্লোরাইড আমদানিতে কর হার ৮৯ শতাংশ।

অন্যদিকে, শিল্পে ব্যবহৃত লবণ আমদানিতে কর হার ৩৭ শতাংশ।

এ সুযোগে বাজারে চাহিদা এবং আমদানিতে করের সুবিধায় থাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সোডিয়াম সালফেট, বিট লবণ, কসটিক সোডার কাঁচামাল হিসেবে ব্যবহৃত লবণ আমদানির ঘোষণা দিয়ে সোডিয়াম ক্লোরাইড আমদানি করে।

রিশোধিত হয়ে আসা এসব লবণ ওয়্যার হাউসে না রেখে, শিল্প-কারখানায় ব্যবহার না করে ভোজ্য লবণ হিসেবে বাজারজাত করছে।

ফলে দেশে উৎপাদিত লবণ বিক্রি হলেও প্রয়োজনীয় দাম পাচ্ছেনা চাষীরা।

বিসিক সুত্রে আরো জানা যায়, গত নভেম্বর থেকে জেলার বিভিন্ন স্থানে ৬৪ হাজার ১৫১ একর জমিতে লবণের উৎপাদন শুরু হয়।

গত ৩১ জানুয়ারি পর্যন্ত আড়াই মাসে এসব জমিতে লবণ উৎপাদিত হয়েছে অন্তত আড়াই লাখ মেট্রিক টন।

সদরের গোমাতলীর লবণ চাষি ও ব্যবসায়ী সাইফুদ্দীন বলেন, মাঠে উৎপাদিত লবণ প্রতি কেজি তিন থেকে চার টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে প্যাকেটজাত লবণ বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।

এখন মাঠে উৎপাদন খরচ যাচ্ছে প্রতি কেজি সাড়ে ৪ টাকারও বেশী। প্রতি বছর এভাবে লোকসান দিতে দিতে চাষীদের পিঠ দেয়াল ঠেকে গেছে।

সদরের ইসলামপুরের লবণ চাষী জসিম উদ্দীন জানান, পরিবহন খরচ বাদ দিয়ে চাষীরা প্রতি কেজি লবণের দাম পাচ্ছে সাড়ে ৩ টাকা। এটি অত্যন্ত মানবেতর বিষয়।

এত তদবির, আন্দোলন করেও দাম না বাড়া খুবই দুঃখজনক।

অবস্থার কোন পরিবর্তন না হলে আগামী মৌসুম থেকে লবণ চাষের চাষী পাওয়া যাবে না।

কক্সবাজার বিসিকের উপ-মহাব্যবস্থাপক হাফিজুর রহমান জানিয়েছেন, গত মৌসুমেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশী লবণ উৎপাদন হয়েছে।

তারপরও নানা কৌশলে কিছু অসাধু ব্যবসায়ি অপ্রয়োজনীয় সোডিয়াম ক্লোরাইড আমদানি করে থাকে।

বর্তমানে যে পরিমাণ লবণ উদ্ধৃত রয়েছে এবং উৎপাদিত হচ্ছে এতে লবণ ঘাটতির কোন সম্ভবনা নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম