1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদেশী মদসহ জালি বোর্ট জব্দ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরেরর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. কিশলয় সাহা নবীগঞ্জে বসতঘরে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার ! ||স্বাধিনতার ৫৩ বছর পার|| সহযোদ্ধারা সরকারী গেজেটভূক্ত হলেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বাঁশখালীর মজিবুল হক ছবি পাল্টে যুবলীগের অফিস এখন যুবদলের কার্যালয় কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত

বিদেশী মদসহ জালি বোর্ট জব্দ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৮৪ বার

বাগেরহাট জেলার, মোংলা নদীর মামার জেটি থেকে বিদেশী মদসহ একটি জালীবোর্ট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার দুপুরের দিকে গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলও জালীবোর্টে থাকা বিদেশী মদ উদ্ধার করে। তবে এ জালীবোর্ট মালিক বেল্লাল ওরফে খোমিনী বেল্লালসহ তার সহযোগীরা পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা। বেল্লাল পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় বসবাস করেন।

কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লেঃ এম মাজহারুল হক জানান, মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে বিদেশী মদ (হুইচস্কী) জালিবোটে বহন করে পাচারের উদ্দেশ্যে মোংলা নদীর মামার ঘাট এলাকায় রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মামার জেটিতে থাকা পাচারকারীরা বোটে পাচার করে আনা ৪ কার্টুন মদ তড়িঘড়ি করে নামিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অভিযানকারীরা পাচারকারীদের বোটে তল্লাশী চালিয়ে আরো ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে এবং বোটটি জব্দ করে।

উদ্ধারকৃত মদ ও বোট মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তরের করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। এ ঘটনায় বিদেশী মদ বহনকারী জালিবোট ও মালিক এবং পাচারকারী বেল্লাল ওরফে খোমিনি বেল্লালসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। এদিকে বেল্লালসহ তার সহযোগী পাচারকারী একটি চক্র দীর্ঘদিন ধরে মোংলা বন্দরে আগত বিদেশী জাহাজ থেকে মাদক, জ্বালানী তেল ও অন্যান্য মালামালের কালোবাজারী ব্যবসা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এর আগে বিভিন্ন সময়ে বেল্লাল চক্রের পাচারকৃত মালামাল আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে আটকও হয়েছে। তারপরও বেল্লাল চক্র মোংলা বন্দরে চোরাচালান কার্যক্রমে সক্রিয় রয়েছেন বলেও বহু অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম