1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মফস্বল সাংবাদিকতার নির্মম বাস্তবতা। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট খুনী আওয়ামীদের রাজপথে প্রতিহত করতে প্রস্তুত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাতকানিয়া খাগরিয়ার আগুনে পুড়ে যাওয়া চার পরিবার কে আর্থিক সহায়তা দিলেন বিএনপি ঠাকুরগাঁওয়ে চকলেটের লোভে হাজির শিক্ষার্থী, দুদকে ধরা ভুয়া মাদ্রাসা কাণ্ড ! রামগড়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার এসএসসি পরীক্ষার মধ্যে কোচিং বাণিজ্য ; অর্ধ লক্ষ টাকা জরিমানা চৌদ্দগ্রামে দেশীয় ফল রক্ষায় নিজ উদ্যোগে কাঠবিড়ালী নিধন করে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন বৃদ্ধ আব্দুল লতিফ চৌদ্দগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁও সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করেছেন– রংপুর ডিআইজি, চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট গ্রহন করেছে আদালত!

মফস্বল সাংবাদিকতার নির্মম বাস্তবতা।

অধ্যক্ষ মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৭ বার

আমাদের দেশের শত শত সংবাদ পত্রের বা গণমাধ্যমগুলোর মধ্য থেকে হাতে গুণা কয়েকটি সংবাদ পত্রের মফস্বল সাংবাদিকদের নামেমাত্র সম্মানী, টিএ, ডিএ নগদে কখনও কখনও মাসের পর মাস ঝুলিয়ে রাখে। বেশির ভাগ মাধ্যমগুলো তাদের জেলা/উপজেলা প্রতিনিধিদের কোন ধরনের বেতন,সম্মানী,সংবাদ সংগ্রহ বা প্রেরণের খরচ, টিএ,ডিএ প্রদান তো করেই না, বিনা পয়সায় খাটিয়ে নেয় আবার বিভিন্ন সময়ে বিভিন্ন কারন দেখিয়ে মোফস্বল সাংবাদিকদের নিকট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।

সংবাদপত্রের মালিক পক্ষ চায় তাদের নবাগত পত্রিকাটিকে দ্রুততার সাথে কিভাবে সুপ্রতিষ্ঠিত করা যায়। অধিকাংশ পত্রিকার মালিকগণ নিজের ব্যবসা বাণিজ্যকে সুরক্ষা বা নিজে অধিক পরিচিত হওয়া বা অন্য সংবাদপত্র বা সাংবাদিকদের নিকট থেকে রক্ষা পাওয়ার জন্য নিজে সংবাদপত্র খুলে বসে। কিন্ত এতে প্রচুর অর্থ লগ্নি করতে হয়। প্রতিদিন এর পরিচালনা খরচও অনেক। তাই যেভাবেই হোক এই খরচ সংগ্রহ করার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে পত্রিকার জনকেরা। জামানতের নামে টাকা নিয়ে সাংবাদিক নিয়োগ বা পিরিচয়পত্র বিক্রির বাণিজ্য করে না এমন গণমাধ্যম এদেশে দুর্লভ।

মফস্বল সাংবাদিকদেরকে নিজ খরচে অগ্রিম পরিশোধ করে পত্রিকা ক্রয় করে হকারের বেতন দিয়ে পত্রিকা বিপণন করতে হয়।পত্রিকা বিক্রি হোক বা না হোক নিজ খরচে একটি নির্দিষ্ট সংখ্যক পত্রিকা ক্রয় করতেই হবে। বেতন, সম্মানী, টিয়ে ডিএ এর কোনটাই নেই। উপরন্ত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকি পালন, প্রত্যেক বছর পরিচয়পত্র ইস্যু, অর্থের অভাবে পত্রিকা ছাপাতে পারছে না ইত্যাদি বলে নিজ প্রতিনিধিদের নিকট আবশ্যিক চাঁদাবাজি করতে থাকে পত্রিকা অফিসগুলো। সরকারী বিজ্ঞাপন সংগ্রহের টার্গেট দিয়ে তাগাদা দিতে থাকে নিয়মিত। সংগ্রহ করতে না পারলে উত্তর, দক্ষিণ প্রতিনিধি নামে একই শহরে একাধিক জনকে নিয়োগ দিয়ে পরিচয় পত্র দিয়ে দিতে দুইবার ভাবে না সাংবাদিকদের রক্ত পোষা পত্রিকা অফিসগুলো।

সরকারী বিজ্ঞাপন সংগ্রহ করতে হলে বিভিন্ন অফিসের বড় বাবুদের দীর্ঘদিন তোষামদ করে তাকে বিজ্ঞাপন বিলের একটি অংশ ঘুষ দিয়ে তারপরে বিজ্ঞাপন সংগ্রহ করতে হয় অনেক ক্ষেত্রে।এই ঘুষের টাকাও সাংবাদিককে দিতে হয়।
প্রত্রিকা অফিসের ক্রমগত চাপ নিয়ে,বিনা বেতনে, নিজের টাকা খরচ করে, সময় শ্রম মেধা খাটিয়ে, হুমকি ধুমকি, মিথ্যা মামলা এমন কি মৃত্যুর ঝুঁকি নিয়ে যে মোফস্বল সাংবাদিক কাজ করে। কোন কোন ক্ষেত্রে পঙ্গু হচ্ছে। মোজাক্কিরের ন্যায় জিবন চলে যাচ্ছে অসংখ্য সাংবাদ কর্মীদের। এধরনের একজন জাতীর বিবেকের নিকট থেকে জাতি কি আশা করতে পারে সেটা খুব সহজেই অনুমেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net