কে এম ইউছুফ ::
চিটাগাং ক্লাবে শুক্রবার সন্ধ্যায় ঝমকালো অনুষ্ঠানটিতে অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস এবং সুইটি, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, শেঠ গ্রুপ অব কম্পানিজের চেয়ারম্যান সোলায়মান আলম শেঠ, আর্ট চেয়ারম্যান মামুন চৌধুরী। ম্যাগাজিন সম্পাদক গোফরান চমৎকার এক ঝাকঝমক প্রোগ্রাম উপহার দিয়েছেন।
এতে দেশের নামী এবং জনপ্রিয় পোষাক ব্রান্ড ART’ এর ফ্যাশনাবল নুতন কালেকশানসমূহের শো’ করেন মডেলরা। যা উপস্থিত দর্শকগণের নজর কেড়েছে। আর্ট চেয়ারম্যান, লেখক ও ভিন্নধর্মী গবেষক মামুন চৌধুরী বলেন- ভালোবাসা দিবসেও আমাদের বিশেষ পোষাক রয়েছে, যা সারা দেশের ১৯ টি আউটলেটে পাওয়া যাচ্ছে’