কে এম ইউছুফ ::
হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের ভেন্টিলেটর ভেঙ্গে টাকা চুরিতে আটক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি রাতে ভূমি কমিশনার অফিসে ভেন্টিলেটর ভেঙ্গে তিনটি আলমিরার তালা ভেঙ্গে নামজারী মামলা ও ঝারুদারের বেতন বাবদ রক্ষিত ১ লক্ষ ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।
ঘটনার দিন সন্ধ্যা এবং ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার কারণে কার্যালয়ের নাজির ও অফিস সহায়কের আলমিরাতে এই টাকা রাখা হয়েছিলো বলে জানা যায়।
এ ঘটনার পর ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ১১ ফেব্রুয়ারি ফুটেজ যাচাই এর রাতে আটক করা হয় মো. নুরন্নবী (প্রকাশ খোকন)কে। সে পশ্চিম মেখল চাঁন মিয়ার বাড়ির মো. আব্দুল মুনাফ প্রকাশ দইয়া চোরের ছেলে।
তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া ক্লু থেকেই একই রাতে হাটহাজারী পৌর এলাকার আলিপুর গ্রামের মিয়াজান কন্ট্রাক্টরের বাড়ির মৃত সুলতান আহমদের পুত্র মো. আজম (৩৬) কে তার ঘর থেকে আটক করা হয়। আজম এর স্বীকারোক্তিনুযায়ী তার ঘর থেকে ৯ হাজার ৫০০ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।
টাকা চুরির দুই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানালেন হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।