কে এম ইউছুফ : হাটহাজারীর এক বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক সহায়তা প্রতিনিধির হাতে তুলে দিয়েছেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য মো. রাশেদুল ইসলাম রাসেল।
হাটহাজারী নিবাসী রাশেদুল ইসলাম রাসেলের সহায়তায় মূলত দূরারোগ্য রোগে আক্রান্ত এই নারী উক্ত সহায়তা পেলেন। পূর্বেও বিভিন্ন সময় তিনি অনেক অসহায় লোকজনকে বিভিন্ন মাধ্যমে সহায়তা করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর উক্ত সহায়তা সম্প্রতি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধার সন্তান শেখ মোরশেদুজ্জামান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক রাসেদুল আলম জিসান।