লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে :
মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট বিসিক শিল্প নগরীতে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা ২০২০-২১ অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক। বক্তব্য রাখেন কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি আব্দুস সালাম বকুল প্রমুখ। এ সময় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি শ্রী ষষ্টি মোহন, সম্পাদক আহম্মদ আলী, সাপ্তাহিক লালমনির কণ্ঠ সম্পাদক জাহিদ হোসেন, সাপ্তাহিক আলোর মনি সম্পাদক মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।