কুমিল্লা প্রতিনিধি|
কুমিল্লার বরুড়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে পাথরের আঘাতে জমিলা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। তাঁর ভাসুরের ছেলে শাহজাহান নারীর মাথায় পুতা (পাথরের খন্ড বিশেষ) দিয়ে আঘাত করে। সোমবার বরুড়ার হাটপুকুরিয়া গ্রামের নুরু মেম্বার বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত জমিলা বেগম মেম্বার বাড়ির কৃষক তরব আলীর স্ত্রী।
এ ঘটনার পর অভিযুক্ত শাহজাহানকে (২৩) স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করেছেন। অভিযুক্ত শাহজাহান একই বাড়ির আবদুল করিমের ছেলে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে হত্যায় একমাত্র অভিযুক্ত শাহজাহান ও তার ভাই মোজাম্মেলের মধ্যে পারিবারিক কলহ নিয়ে সোমবার সকালে ঝগড়া হচ্ছিল। তাদের ঝগড়া থোমাতে গিয়ে হত্যার শিকার হয়েছেন জমিলা বেগম। আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। অভিযুক্ত শাহজাহানকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে’।