নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় আন্তঃজেলা ডাকাত দলের ২সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২০ মার্চ) ভোর রাতে মান্দা উপজেলার আর্দশ গ্রাম এলাকা থেকে ২টি চাকু,একটি হাসুয়া ও দুটি স্লাইরেঞ্জ সহ তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃত ২জন জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃতঃ দেওয়ান আব্দুর রহমানের ছেলে দেওয়ান লিটন(৩১) এবং নওগাঁ সদর উপজেলার বলিহার গ্রামের পরিমল মন্ডলের ছেলে পল্লব মন্ডল(২১)।
মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পেনালকোড দণ্ডবিধি আইনের ৩৯৯/৪০২ ধারায় আটক করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।