হারুনুর রশিদ শেরপুর
শেরপুরের নকলা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মাদক ও গাঁজা ব্যবসায়ীরা হলেন, নকলা উপজেলার আদমপুর গ্রামের বাদশা মিয়া, মিলন হাসান, লিটন মিয়া, গনপদ্দী গ্রামের নজরুল ইসলাম, বানেশ্বর্দী গ্রামের মশিউর, জালালপুর গ্রামের এরশাদ আলী ও কৃষ্ণপুর গ্রামের জনি মিয়া।
মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান।