শ্যামল বাংলা ডেক্স
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বিরুদ্ধে একটি মামলা আবেদনের শুনানিতে দেশটির সুপ্রিম কোর্ট এই কথা জানান।
বুধবার (০৩ মার্চ) ওই মামলায় আবেদনকারী রজত শর্মা এবং নেহ শ্রীবাস্তব কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট।
২০১৯ সালের অগস্টে জম্মু-কাশ্মীর বিশেষ মর্যাদা (স্বায়ত্তশাসন) বাতিলের পর থেকেই ৮৩ বছরের ফারুক আবদুল্লাহ-সহ একাধিক রাজনীতিক গৃহবন্দি করে ভারত সরকার। গৃহবন্দিত্ব কাটতেই রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের পক্ষেও দাবি জানিয়েছেন তিনি।
সম্প্রতি তাঁকে ফের বন্দি করা হয়েছে।