মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার শালিখা উপজেলার শতখালী সর্দার পাড়া এলাকা থেকে ১০ পিচ ইয়াবাসহ সোহেল গাজী (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শালিখা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার এসআই নাসির ও সংগীয় ফোর্স ১৬ এপ্রিল শুক্রবার রাত ৮টা ৪০মিনিটের সময় ইয়াবাসহ সোহেল কে আটক করে।
সোহেল উপজেলার শতখালী গ্রামের আফসার গাজীর ছেলে। সে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হোসেন আল মাহাবুব জানান, গোপন সংবাদ পেয়ে সোহেল কে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।