কে এম ইউছুফ :
হাটহাজারীবাসীকে মাহে রমজানুল মুবারকের ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জনিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম।
তিনি বলেন- পবিত্র মাহে রমজানুল মুবারক এলো আমাদের মাঝে, আসুন, সকলে নিমগ্ন হই ইবাদতে।
বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নিন সকলে, শুভ নববর্ষ -১৪২৮ ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
পরিবারের আপন মানুষদের সাথেই কাটুক বছরের প্রথম দিন, চলে যাক বিদায়ী বছরের সকল বিষন্নতা।
আগামী হোক মঙ্গলময়, আবার মুখরিত হোক পৃথিবী।