খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার, ফকিরহাট থেকে ১হাজার ৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী মেহেদী হাসান (২৭) কে আটক করেছে খুলনা র্যাব-৬ এর বিশেষ অভিযানে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে র্যাব-৬ এর একটি দল ফকিরহাট বিশ্বরোড আট্টাকী এলাকার একটি হোটেলের সামনে থেকে মাদক কারবারী মেহেদী হাসানকে আটক করে।
এসময় তার কাছ থেকে ১৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এবং একটি মটর সাইকেল জব্দ করেছে। আটককৃত মেহেদী হাসান মোল্লাহাট উপজেলা উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামের বাদল শিকদারের ছেলে।