1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় লকডাউনের ৪ দিনে ৪৫৫ মামলা, ৫ লক্ষ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান খেতাব-বঞ্চিত সেক্টর কমাণ্ডার মেজর জলিল ও মেজর জয়নুলকে স্বীকৃতিদানের জন্য অধ্যাপক বার্ণিকের আহ্বান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত ! পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লায় লকডাউনের ৪ দিনে ৪৫৫ মামলা, ৫ লক্ষ টাকা জরিমানা

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৬৪ বার

কুমিল্লা জেলা জুড়ে লকডাউন কার্যকর করা ও করোনায় স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। প্রতিদিনই মাঠে পর্যায়ে কাজ করছেন জেলা প্রশাসনের ২৩টি ভ্রাম্যমান আদালত। লকডাউনের গত ৪ দিনে আইন অমান্য করা, দোকানপাট খোলা ও মাস্ক না পরায় কুমিল্লা নগরীসহ ১৭ উপজেলায় ৪৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এসময় বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠানকে প্রায় ৪ লক্ষ ৬৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

নগরীর বিভিন্ন স্থানে কাজ করছে জেলা প্রশাসনের ৬ টি ভ্রাম্যমান আদালত। এছাড়া জেলার ১৭ উপজেলায় জেলা প্রশাসনের ১৭টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। লকডাউনে সরকারী আইন অমান্য করায় বিভিন্ন মামলায় করা হচ্ছে জরিমানা। দ্বিতীয় দফা লকডাউনে নগরীতে ৬ জন ম্যাজিষ্টেট এর তত্ত্বাবধায়নে পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

জানা যায়, দ্বিতীয় দফা লকডাউনে নগরীর শাসনগাছা, টমছমব্রীজ, ধর্মপুর, রাজগঞ্জ, চকবাজার, ফৌজধারী মোড়ে ৬জন ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে লকডাইন কার্যকরে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।
ভ্রামমান আদালন পরিচালনা করেন, জলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া, শামিম আরা সুমি, এসএম মোস্তাফিজুর রহমান, অমিত দত্ত, গোলাম মোস্তফা ও মাজহারুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনের গত ৪ দিনে আইন অমান্য করা, দোকানপাট খোলা ও মাস্ক না পরায় কুমিল্লা নগরীতে ৯০টি মামলায় প্রায় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়ে।

এদিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন ও সহকারি কমিশনার (ভূমি) এ কে এম ফয়সাল এর নেতৃত্বে ১৮ টি মামলায় ১০ হাজার ৭শ ৫০ টাকা জরিমানা করা হয়। সদর দক্ষিণের উপজেলা নিবার্হী অফিসার শুভাশিষ ঘোষ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে ২১ টি মামলায় ৩ হাজার ৭ শ টাকা জরিমানা করা হয়। বুড়িচং উপজেলা নিবার্হী অফিসার সাবিনা ইয়াসমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে ৫টি মামলায় ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। চান্দিনা উপজেলা নিবার্হী অফিসার নাঈমা ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে ১৫ মামলায় ৪ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। দাউদকান্দি উপজেলা নিবার্হী অফিসার সেলিম শেখ এর ভ্রাম্যমান আদালতে ৬ মামলায় ১০ হাজার টাকা, মেঘনা উপজেলা নিবার্হী অফিসার প্রবীর কুমার রায়ের ভ্রাম্যমান আদালতে ৫টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিতাস উপজেলা নিবার্হী অফিসার রাশেদা আক্তারের ভ্রাম্যমান আদালতে ২১টি মামলায় ৩ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। মুরাদনগর উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাস ও সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম কমল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ১৭টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা করেছেন। সহকারী কমিশনার ভূমি দেবিদ্বার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ৯টি মামলায় ৫ হাজার ১শ টাকা জরিমানা করেন। বরুড়া উপজেলা নিবার্হী অফিসার আনিসুল ইসলাম এর নেতৃত্বে ভাম্যমান অদালত ৪টি মামলায় ২ হাজার ১শ টাকা জরিমানা করেন। নাঙ্গলকোট উপজেলা নিবার্হী অফিসার মিল্টন বিশ্বাস এর নেতৃত্বে ভ্রামমান আদালতে ৫ টি মামলায় ২ হাজার টাকা , চৌদ্দগ্রাম উপজেলা নিবার্হী অফিসার মাসুদ রানার ভ্রাম্যমান আদালত ৪ টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করেন। লাকসাম উপজেলা নিবার্হী অফিসার এ কে এম সাইফুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে ১১ টি মামলায় ২১ হাজার ৩শ টাকা জরিমানা করেন। মনোহরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার সোহেল রানার নেতৃত্বে ৯ টি মামলায় ২ হাজার ৮শ টাকা জরিমানা করেন। লালমাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আরার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ৯ টি মামলায় ৫ হাজার ৬শ টাকা অর্থদন্ড প্রদান করেন। তাছাড়া হোমনা ও বি-পাড়ায় নির্বাহী কর্মকর্তাবৃন্দ সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন, তবে কোন অর্থদন্ড প্রদান করেননি।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসানের দিক-নির্দেশনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২১ টি মামলায় ৭ হাজার ৭শ ৫০ টাকা অর্থদন্ড জরিমানা করি। আবার অনেককে সর্তক করে ছেড়ে দিয়েছি। মানুষকে সচেতন করার জন্যই আমরা মূলত কাজ করছি, মানুষ যাতে ঘরে থাকে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয়। আর সরকারি নির্দেশ অমান্য করে যারা দোকান খোলা রেখেছে তাদের নাম মাত্র জরিমানা করে সর্তক করা হচ্ছে।

জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ বলেন, লকডাউন কার্যকর করা ও করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলতে ও গনসচেতনতা তৈরীতে কাজ করছে জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশনা জেলার নির্বাহী ম্যাজিষ্টেটগন। লকডাউনের গত ৪ দিনে আইন অমান্য করা, দোকানপাট খোলা ও মাস্ক না পরায় কুমিল্লা নগরীসহ ১৭ উপজেলায় ভ্রাম্যমান আদালতে ৪শ ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এসময় বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠানকে প্রায় ৪ লক্ষ ৬৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান সবসময় চলমান থাকায় পরিসংখ্যান কিছুটা বাড়তে পারে। জনস্বার্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জানান, রেড জোন হিসেবে রয়েছে কুমিল্লা । এখানে আক্রান্ত ও মৃত্যর হার সবচেয়ে বেশি। লকডাউন কঠোরভাবে কার্যকর করতে জেলা প্রশাসন তৎপর রয়েছে। জনপ্রতিনিধি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সবাই সমন্বিত ভাবে লকডাউন বাস্তবায়নে কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম