পান থেকে চুন খসলে তুমি গুলি চালাও বুকে?
যাঁদের ঘামে বেতনভাতা মত্ত আছো এই সুখে!
সেদিন তুমি মানুষ ছিলে, আজকে তুমি পুলিশ
তোমার জন্য প্রভুর কাছে করবে তারা নালিশ।
পুলিশ হয়ে থাকবে কদিন মানুষ কী আর হবে?
আমরণ কি নিজ বিবেকের দহন জ্বালায় রবে?
যাঁর বুকেতে করছো গুলি,তোমার মতো মানুষ
চামড়া মাংসে মানুষ তোমরা,নেইতো যেন হুঁশ।
যাঁদের শ্রমে সভ্যতার আজ মহান বিনির্মাণ,
তাঁদের মেরে কর তোমরা দেশের অসম্মান।
কখন তুমি মানুষ হবে জাগবে বিবেক কবে?
কখন তুমি মায়ার চোখে দেখবে মানুষ ভবে।