নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবুজবাগ থানা ৫ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের পক্ষ বরদ্বেশরী কালীমাতা মন্দির থেকে পুরো রমজান মাস জুড়ে মুসলমান রোযাদারের জন্য ২৫ হাজার প্যাকেট ইফতার বিতরন হবে। এ বিষয়ে কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস বলেন,রমজান মাস জুড়ে প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধা ইফতার পর্যন্ত দুভাবে এ ইফতার বিতরণ হবে। একটা ভ্রাম্যমান সবুজবাগ থানায় এক একদিন এক এলাকায় পিকআপ গাড়ি দিয়ে বিতরণ হবে আর মন্দির থেকেই প্রতিদিন কিছু ইফতার বিতরন করা হবে। ইফাতারের মধ্যে যা থাকছে তা হচ্ছে দুটি আইটেম একটা মুরগি পলাও যার দাম ১৩২ টাকা আর একটি হলো শুকনো খাবার প্যাকেট যাতে মুরি,বুট,খেজুর,কলা ইত্যাদি যার মূল্য ৪৫ টাকা পড়বে। মন্দিরে রোযাদার যে কেউ গেলেই ইফতির নিতে পারবে।