সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
রিকসা চালক কাজল মিয়া কে নরসিংদী কোর্টে মামলা দিয়ে জবর দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে। অভিযোগ সুত্রে জানা যায় কাজল মিয়ার প্রতিবেশি মানিক মিয়ার সাথে দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কাজল মিয়া গ্রামের নিরীহ প্রকৃতির লোক বটে, অপর দিকে মানিক মিয়া জবর দখলকারী ও দুষ্ট লোক বটে সে কাজল মিয়ার নামে কোর্টে মামলা করে, তারপর কাজল মিয়া কোর্টে মামলার হাজিরা দিতে গেলে মানিক মিয়া তার দলবল নিয়ে কাজল মিয়ার বাড়ি ঘর জবর দখল করে নেয়, মানিক মিয়া এলাকার কাউকে পরোয়া করে না। একে একে দিন মজুর রিকসা চালক কাজল মিয়ার নামে ৪টিমামলা দিয়ে তাকে দিশেহারা করে ফেলে। মামলাবাজ মানিক মিয়া জবর দখল করার জন্যই এই মামলা। কাজল মিয়ার শেষ সম্বল টুকু কেড়ে নিতে দিয়েছে হত্যার হুমকি। এই ইউনিয়ন এর অনেকের সাথে কথা হলে তারা জানায় মানিক মিয়া দুষ্ট প্রকৃতির লোক সে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগনের বিচার মানেনা। আমরা বেশ কয়েকবার এই বিষয়টি নিয়ে বসেছি মানিক মিয়া বিচার মেনে নিয়ে চলে যায় এর কিছু দিন পর আবার কাজল মিয়ার নামে মিথ্যা মামলা দায়ের করে।
মামলা যেন তার পেশা হয়ে দাঁড়িয়েছে। এ দিকে রিকসা চালক কাজল মিয়া প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। রিকসা চালক কাজল মিয়া প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এই বিষয়ে মানিক মিয়ার সাথে কথা হলে তিনি বলেন এই দাগে কাজল মিয়ার জমি নেই এবং আমি কোন জবর দখল করি নাই