নিজস্ব প্রতিবেদক
ঈদের জন্য নির্মিত হলো রোমান্টিক কমেডি নাটক “চুপি চুপি প্রেম” রচনা চয়ন দেব ও পরিচালনায় মিঠু রায়, চিত্রগ্রহণ করছেন আদিত্য মনির। লকডাউনের আগে উত্তরায় বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। প্রচারিত হবে সেভেন টিউনস এন্টারটেইন্টমেন্ট চ্যানেলে।
নাকটটিতে অভিনয় করেছেন জে.এস হিমি, আরশ খান, কাজী উজ্জ্বল, আনোয়ার হোসেন, তমা ইসলাম।
-অহনা নিলয়কে প্রচন্ড ভালোবাসে। দুজন দুজনকে খুব ভালোবাসে। অহনা খুবই সরল টাইপের মেয়ে। খুবই আহ্লাদে টাইপের ধনী বাবার একমাত্র মেয়ে। নিলয় ও অহনার ভালোবাসার খুনসুটিতে পুরো গল্প এগিয়ে যায়। নিলয়ের সাথে রুমমেট রাসেল,কালো ও স্বাস্থ্যবান। নিলয়কে বড় ভাই হিসেবে মানে। রসিক টাইপের ছেলে। সবসময় গল্প হাস্যরসে মাতিয়ে রাখে সে। সেও একটা মেয়েকে পছন্দ করে, নাম রিয়া। কিন্তু মেয়েটা ওকে পছন্দ করে না।
নাটকীয়তার এক পর্যায়ে অহনার বাবা আমিরূল হক বিয়ে ঠিক করেন অহনার। অহনা কোন পথ না পেয়ে সব ছেড়ে পালিয়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের খারাপ লাগছিল দুটি পরিবারের কথা ভেবে। সে বুঝতে পারে অহনা বাবার একমাত্র মেয়ে তিনি অহনাকে খুব ভালোবাসেন। তাছাড়া নিলয়ের জব ছিল না। গ্রামের বাড়ীতে মা-বোন ছিল। তাই সে অহনাকে আমিরূল হকের কাছে ফিরিয়ে দিয়ে আসে। অহনা খুব কষ্ট পায়। আমিরূল হক নিলয়ের মুখে সব কথা শুনে বুঝতে পারেন, নিলয় ভালো ছেলে। নিলয় সময় চাচ্ছিল একটা ভালো চাকরি, অতঃপর আমিরুল হক অহনাকে বলেন, নিলয়কে তিনি সময় দিলেন। সেটা গিয়ে যেন অহনা নিলয়কে বলে। অহনা একবুক ভালোবাসা নিয়ে দৌড়ে গিয়ে, নিলয় কে জড়িয়ে ধরে সব কথা খুলে বলে। দুজনে বুঁনতে থাকে আগামী সুন্দর দিন সাজানোর স্বপ্নগুলো।
ধন্যবাদান্তে-
মিঠু রায়
নির্মাতা
ক্রিয়েটিভ মিডিয়া ফ্যাক্টরী
মোবাইল-০১৬৭৩৬৭৫০৫৬