নিজস্ব প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকাল ৬টা থেকে সারাদেশে শুরু হয়েছে সাতদিনের লকডাউন। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এই সময়ে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বন্ধ থাকবে, বাস-ট্রেন-অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল ও লঞ্চ সার্ভিস।
তবে চালু রয়েছে জরুরি পণ্য পরিবহন ও সেবার সাথে সংশ্লিষ্ট কার্যক্রম। যদিও বিধিনিষেধের মাঝেও অনেকটা স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে দেশজুড়ে।
রাজধানীসহ বিভিন্ন বিভাগে স্বাস্থ্যবিধির বিষয়েও দেখা গেছে উদাসীনতা। কোথাও কোথাও দেখা মিলেছে গণপরিবহনও। প্রশাসনের নজরদারি এখন পর্যন্ত ততটা চোখে পড়েনি।