লাভলু শেখ, স্টাফ রিপোর্টোর লালমনিরহাট
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিস্তা নদীতে ডুবে নুরুজ্জামান আহমেদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিসতিয়ারপাড়ে তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।
সে ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন জানান, বাড়ির পাশে তিস্তা নদীতে মাছ ধরতে যান নুরুজ্জামান।
এ সময় স্রোতের তোড়ে গভীর পানিতে ডুবে যান তিনি। টের পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে।এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।