লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় নিষিদ্ধ ১৮ বোতল ফেনসিডিলসহ হাসান খান শান্ত (২৯) নামের ১ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ১৫০ সিসির পালসার গাড়ি জব্দ করা হয়েছে।
বুধবার ২৮ এপ্রিল দুপুরে আটককৃতকে আদালতে সোপদ করা হলে তার জামিন না মন্জুর করে আদালত লালমনিরহাট জেল হাজতে পাঠিয়েছে এর আগে মঙ্গলবার ২৭ এপ্রিল বিকেলে হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ১ নং গেটের পুলিশ সেন্ট্রি পোষ্টের সামনে থেকে তাকে আটক করে ছিল পুলিশ।
আটককৃত শান্ত নীলফামারী জেলার ডোমার উপজেলার ছোট রাউতা এলাকার মৃত আকরাম খানের ছেলে।
এ বিষয়ে হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাড়ি ইনচার্জ উপ-পরিদর্শক এসআই সিদ্দিক জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ১ নং গেটের পুলিশ সেন্ট্রি পোষ্টের সামনে অভিযান চালিয়ে হাসান খান ওরফে শান্তকে একটি বাইকসহ আটক করে পুলিশ। এ সময় শান্ত বাইক রেখে দৌড় দেয়। উপস্থিত পুলিশ সদস্যরাও ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং তার শরীরে তল্লাশী চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এছাড়া তার ব্যবহৃত ১৫০ সিসির কালো রংয়ের পালসার বাইক জব্দ করে পুলিশ। যার রেজিঃ নং-নীলফামারী-ল-১১-৪৮২৫
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠাতে হয়েছে।