1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হারবাংয়ে ৪২লাখ টাকা বরাদ্দে রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়ম : উঠে যাচ্ছে কার্পেটিং! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব-ব্যারিস্টার সজিব সিরাজদিখানে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি জানুয়ারীতে ড্যান গ্রেডিং সার্টিফিকেট প্রদান করবেন ওস্তাদ জাহাঙ্গীর আলম সংঘাতময় পরিস্থিতিতে আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত করার জন্য অধ্যাপক এম এ বার্ণিকের আহ্বান” মাগুরায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৫  ১৩ পদে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত নকলায় মহান বিজয় দিবস পালিতনকলায় মহান বিজয় দিবস পালিত

হারবাংয়ে ৪২লাখ টাকা বরাদ্দে রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়ম : উঠে যাচ্ছে কার্পেটিং!

স্টাফ রিপোর্টার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪৭৮ বার

হারবাংয়ে ব্যাপক অনিয়মের মাধ্যমে সংস্কার কাজের সদ্য সমাপ্ত হওয়ার একদিন পর উঠে যাচ্ছে ৪২লাখ টাকা বরাদ্দে পৌঁনে ১কিলোমিটার রাস্তার কার্পেটিং। টেকসইয়ের জন্য কার্পেটিং কাজে ব্যবহার উপযোগি প্রয়োজনীয় উপকরণের যথাযথ প্রয়োগ হয়নি বলে দাবি স্থানীয় জনসাধারণের। রোববার (১৮এপ্রিল) দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগি এলাকাবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

ক্ষোভ প্রকাশ করে তারা জানান, হারবাং ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ৪নং ওয়ার্ড যাতায়াতের অনুপযোগি গোদারপাড়া-মাস্টারপাড়া সড়কটি দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হয়। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অধীনে ৪২লাখ টাকা ব্যয়ে শনিবার (১৭এপ্রিল) কাজ সম্পন্ন করে। এ কাজ সার্বিক দেখভালের দায়িত্ব পান কাকারা ইউনিয়নের জনৈক ঠিকাদার সাহাব উদ্দিন।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের ব্যাপক দুর্নীতির কারণে সংস্কার কাজটি খুবই নিম্নমানের হয়েছে। যা সন্তোষজনক নয়। কাজ সম্পন্ন হওয়ার গত ২৪ঘণ্টার ব্যবধানে একদিন পার না হতেই জনসাধারণের যাতায়াতেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। বিভিন্নস্থানে খানা-খন্দকেরও সৃষ্টি হয়েছে। বর্তমানে দুর্ঘটনা রোধে ভারবাহী পরিবহন চালাতেও সাবধানতা অবলম্বন করতে সংশ্লিষ্ট চালকদের। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে এসব কার্পেটিং ধুয়ে মুছে চলাচলের অযোগ্য হয়ে যাবে রাস্তাটি এমন শংকা প্রকাশ করেছেন এলাকাবাসী। কোনভাবেই কর্মসম্পাদন নীতির তোয়াক্কা করা হয়নি বলে দাবি করেন তারা। তাই রাস্তার সংস্কার কাজটি পুনরায় টেকসই করতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগি জনসাধারণ।

স্থানীয়রা আরো জানান, কাজ চলাকালীন সময়ে সংশ্লিষ্টদের কাছে নিম্নমানের হওয়ার বিষয়টি অবগত করা হলে; দায়িত্বরত ব্যক্তিবর্গ উর্ধ্বতন মহলে জানানোর পরামর্শ দেন। এরপর বিষয়টি উপজেলা প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করা হলে; তিনিও হালকাভাবে নিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করে বলেন, “যাদের কাজ, তাদের ঠিকমতো করতে দিন” বাকিটা দেখা যাবে! বলে উল্লেখ করে এড়িয়ে যান।

এদিকে ব্যাপক অনিয়ম দুর্নীতির মাধ্যমে সড়কটির সংস্কার কাজ দায়সারা গোছের হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দির মোহাম্মদ বাবর ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী কমল কান্তি পালের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম