1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হেফাজত নেতা মামুনুলকাণ্ড: আ. লীগের বেশির ভাগ নেতা-মন্ত্রীর মুখ বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার  অভিযোগে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সহ বরখাস্ত ২ মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

হেফাজত নেতা মামুনুলকাণ্ড: আ. লীগের বেশির ভাগ নেতা-মন্ত্রীর মুখ বন্ধ

বিশেষ প্রতিবেদক: মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১৬৮ বার

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্টকাণ্ড এবং পরবর্তী সময়ে নানা ঘটনা ঘটে চললেও ‘বিস্ময়কর’ নীরবতা পালন করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশির ভাগ কেন্দ্রীয় নেতা ও সরকারের মন্ত্রী। তাঁরা নানা ইস্যুতে বরাবরই রাজনৈতিক প্রতিপক্ষকে তীব্র সমালোচনায় বিদ্ধ করে থাকেন। সমালোচনা করতে গিয়ে অনেক নেতা, মন্ত্রীর অতিকথন হাস্যরসেরও জন্ম দেয়। সেই বাগাড়ম্বর প্রিয় নেতা, মন্ত্রীরাও মামুনুল হকের বিরুদ্ধে মুখে কুলুপ এঁটেছেন।

এ নিয়ে ক্ষমতাসীন দলের অনেক সাধারণ কর্মীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা অনেকেই গুরুত্বপূর্ণ নেতাদের নীরবতাকে বিস্ময়কর, সুবিধাবাদী নীতি হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছেন।
আওয়ামী লীগের হেফাজতবিরোধী নেতাকর্মীদের অনেকে শ্যামল বাংলাকে বলেন, মামুনুল ইস্যুতে তাঁরা বড় নেতাদের মতিগতিই বুঝতে পারছেন না। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে সংসদে মামুনুল হকের তীব্র সমালোচনা করলেন, সেখানে দলের নেতা, মন্ত্রীরা কেন চুপ থাকছেন, সেটি বোধগম্য নয়। একদিকে তাঁরা নিজেরা হেফাজতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন না, অন্যদিকে একাধিক এলাকায় মামুনুলের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবলীগ, ছাত্রলীগের নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। হেনস্তার শিকার হয়েছেন তাঁরা। আওয়ামী লীগ সরকারে থাকার পরও কেন এমন ঘটনা ঘটছে, তা সাধারণ কর্মীরা বুঝতে পারছেন না। নেতাদের কাছে জিজ্ঞেস করেও কোনো সন্তোষজনক জবাব মিলছে না।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক শ্যামল বাংলাকে বলেন, ‘হেফাজতকে কঠোর হাতে দমন করতে হবে—এ নিয়ে আমাদের মাঝে কোনো ভিন্নমত নেই। আমরা মনে করি, এটা শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়। এর জন্য গণমানুষকে সচেতন করে সবাইকে হেফাজতের বিরুদ্ধে দাঁড় করাতে হবে। তবে করোনার কারণে অনেক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সভা-সেমিনারে সেভাবে যাচ্ছি না, দলীয় কর্মসূচি সেভাবে নেওয়া যাচ্ছে না। সে জন্য হয়তো মামুনুল ইস্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সেভাবে সরব দেখা যাচ্ছে না।’

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম শ্যামল বাংলাকে বলেন, ‘হেফাজতকে মোকাবেলা করা একটি সামগ্রিক বিষয়। এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়। ব্যক্তিগতভাবে কে কোথায় কী বলল, তা-ও মুখ্য নয়। দলগতভাবে আওয়ামী লীগ হেফাজতকে দমনে কোনো ছাড় দিচ্ছে কি না, কোনো দুর্বলতা দেখাচ্ছে কি না, সেটিই মুখ্য। আমরা এ দেশের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দল-মত-শ্রেণি-পেশা-নির্বিশেষে সব মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ করে হেফাজতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই।’
নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন মন্ত্রী শ্যামল বাংলাকে বলেন, হেফাজতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকার ও আওয়ামী লীগ একমত। কিন্তু কিভাবে সেটি হবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু করবে, আওয়ামী লীগ মালামাল লুট করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net