লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট
লালমনিরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১২ কেজী গাঁজা ২ টি মোটরসাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন। লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট বাজারস্ত জনৈক মোঃ মিলন মিয়ার ছমিলের পশ্চিম পাশ্বে ওয়াবদা বাজার হতে বড়বাড়ী গামী পাকা রাস্তার পূর্বপাশ থেকে জেলা ডিবি পুলিশের এস আই আব্দস সবুর, এস আই সুমন চন্দ্র পাল ও এস আই আহসান হাবিবের নেতৃত্বে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সীট কভাবের নীচে গাঁজা বহনের সময় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোড়কমন্ডল এলাকার মৃতঃ ইছামুদ্দিনের ছেলে মোঃ জোবায়ের আলম (জুয়েল রানা)(২০) ও মোঃ আবুল হোসেনের ছেলে মোঃআতিকুল ইসলাম আতিক (২১) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ৩৬(১) টেবিলের ১৯(খ) রুজু করার মাধ্যমে আদালতে প্রেরন করলে আদালত জেল হাজতে পাঠিয়েছেন।