লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
লালমনিরহাটে ১২ মাসী লেবুর আবাদ কৃষকের ভাগ্য বদলে দিয়েছে। জেলার কৃষকরা ১২ মাসী লেবুর আবাদে আগ্রহী হয়ে উঠেছে।
জানা গেছে, লালমনিরহাট জেলার ৫ উপজেলার বিভিন্ন গ্রাম-অন্চলে একর কা একর লেবু আবাদ করেছেন। আর এ লেবুর বাগান ভরে গেছে লেবুর ফলনে। কৃষকরা জানান, অন্যান্য বাবের চেয়ে এবছর লেবুর বাম্পার ফলন হয়েছে। জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের গোতামারী গ্রামের মোঃ তছির উদ্দিনের ছেলে মোঃ সবুর আলী (৫৩) জানান, ১একর ২০ শতক জমিতে লেবুর বাগান লাগান এতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে।
এ বাগান থেকে প্রতিবছর ২ লক্ষ টাকা আয় করেন। একই ইউনিয়নের গোতামারী গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত্যু আনসার মিয়ার ছেলে মোঃ হুমায়ূন কবির প্রিন্স জানান, ২৭ শতক জমিতে ১২ মাসী লেবুর বাগান করতে প্রায় ১০ হাজার টাকা খরচ আর এ বাগান থেকে ৩ মাস পর পর ৬০/৭০ হাজার টাকা আয় করেন। যা দিয়ে তিনি ভাগ্য বদলে দিয়েছেন। একাধিক কৃষক জানান, লেবুর আবাদ লাভ জনক। তাই লেবু আবাদের উপর আগ্রহ বাড়ছে। লালমনিরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানান, জেলায় ৩৫ হেক্টর জমিতে লেবুর আবাদ করা হয়েছে। এ বাগান থেকে ৩৫০ মেট্রিক লেবু উৎপাদন হবে। যা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি হবে বলে জানা গেছে।