1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আবদুল কাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদ মির্জা ফখরুলের, মুক্তি দাবি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচারী সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে ধ্বংসকরেছে,  ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠন জন্য জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রুপরেখ — আমিনুল হক রামগড় স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ উপদেষ্টা ঠাকুরগাঁওয়ে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির লক্ষ্যে আলোচনা সভা । ৩১ দফার লিফলেট বিতরণ করে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর ঠাকুরগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরি ! বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

আবদুল কাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদ মির্জা ফখরুলের, মুক্তি দাবি

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১৭৪ বার

২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতের নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব।

আজ রবিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ ও মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিষ্কণ্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল এবং ভিন্নমত, স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এরই ধারাবহিকতায় ২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিসের মহাসচিব ও দেশের বিশিষ্ট আলেম অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে’।

এ ছাড়া সারা দেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে গত এক মাসে অন্যায়ভাবে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘দেশ পরিচালনা ও করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সরকারের নিদারুণ ব্যর্থতায় জনজীবনে দুর্ভোগ যে নাভিশ্বাসে উঠেছে, তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আন্দোলন-সংগ্রাম দমন করতে সরকার এ ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে’।

মির্জা ফখরুল বলেন, ‘ভয়াবহ করোনা পরিস্থিতি ও রমজানের মধ্যেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই। তাঁরা ফ্যাসিবাদী কায়দায় জনঅধিকার কেড়ে নিচ্ছেন এবং কল্পকাহিনী রচনা করে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আজ তাঁরা প্রমাণ করেছেন যে, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে আর সঠিক তদন্ত কিংবা অনুসন্ধানের প্রয়োজন নেই, বরং বর্তমান সরকার ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকলেই সকল প্রকার দুর্নীতি-দুরাচার থেকে দায়মুক্তি পাওয়া যাবে’।

অবিলম্বে ২০ দলীয় জোট নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের এবং বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও গ্রেপ্তার অভিযান বন্ধের জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

গতকাল শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২০১৩ সালে শাপলা চত্বরে অগ্নিসংযোগ-ভাঙচুর ও সম্প্রতি মোদিবিরোধী সহিংসতার মামলায় গ্রেপ্তার করা হয় তাঁকে।

https://www.kalerkantho.com/online/national/2021/04/25/1027417?fbclid=IwAR3JZmyOFqcLiKtjXgo0QbjAqJSwRpkY9hMBRUEV1MjGs-IeI6dAcixRSi8

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম