1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"আমার মা এতোদিন আমার সঙ্গে কথা বলতো না" মঙ্গল জলদাস ও তার সঙ্গীদের বীরত্বের গল্প - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজান বিএনপি’র ঘোষিত পকেট কমিটি বাতিলের ৭২ ঘন্টার আলটিমেটাম চৌদ্দগ্রামে ঢিলেঢালা ভাবে শেষ হলো তারুণ্য মেলা ও পিঠা উৎসব গলায় ভাত আটকে মারা গেলো সাংবাদিক কন্যার নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীন বরণ ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল “বালক-বালিকা” উদ্বোধন ! ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের অধিকার আদায়ে প্রতিবাদ সমাবেশ কক্সবাজারে পরিবেশবান্ধব পর্যটন ও রক্ষিত এলাকায় রাজস্ব সংগ্রহ প্রক্রিয়া ও ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষণ বিএনসিইউপি’র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী এবং আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং আলোচনা সভা প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগী বিতরণ কার্যক্রমের উদ্বোধন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির অভিযোগে খন্দকার শাহজাহানসহ ২জন গ্রেপ্তার

“আমার মা এতোদিন আমার সঙ্গে কথা বলতো না” মঙ্গল জলদাস ও তার সঙ্গীদের বীরত্বের গল্প

মঙ্গল জলদাস ও তার সঙ্গীদের বীরত্বের গল্প -সাজিদ মোহন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৮৯ বার

“আমার মা এতোদিন আমার সঙ্গে কথা বলতো না। মানুষগুলো বাঁচানোর পর মা আজকে আমার সঙ্গে কথা বলেছে।”
-মঙ্গল জলদাস

মৌসুমী বাতাসে সাগর উত্তাল। তবুও মাছ ধরতে গভীর সাগরে যেতে হবে মঙ্গল জলদাসকে(৩৫)। তবে অন্য দশদিনের চেয়ে গতকাল(৩১ মার্চ) একটু আগেভাগেই বের হয়েছিলো মঙ্গল। সে শুনেছে গভীর সাগরে একটা টাগ বোট(বিশেষ ধরনের জাহাজ) ডুবেছে। জাহাজ ডুবলে সাগরে তেলের ব্যারেলসহ বিভিন্ন জিনিস পাওয়া যায়।

মঙ্গলের সঙ্গী আরও তিনজন। রতপ জলদাস(২১), লরকা জলদাস(২১),বিজয় জলদাস(১৫)। কূল থেকে মাইল তিনকে যাওয়ার পর দেখা মেলে দুটি তেলের ব্যারেলের। ব্যারেল দুটি ছোট নৌকায় ধরাধরি করে ওঠায় ওরা। আরও দূরে তাকিয়ে মঙ্গল দেখে, মাইল দুয়েক দূরে চকচক করছে হলুদ রঙের কিছু একটা। দ্রুত নৌকা চালিয়ে মঙ্গল ও তার সঙ্গীরা গিয়ে দেখে, সাগরে ভাসছে জলজ্যান্ত নয়জন মানুষ। প্রত্যেকের গায়ে লাইফ জ্যাকেট। প্রত্যেকে এক অন্যের সঙ্গে বাঁধা। এক মুহূর্ত দেরি না করে ধরাধরি করে সবাইকে ছোট নৌকায় তুলে নেয় মঙ্গল ও তার সঙ্গীরা।

বলতে বলতে চোখ দুটি ছলছল করে ওঠে মঙ্গল জলদাসের।চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে জেলেপাড়ায় মা,বা,স্ত্রী ও দুই সন্তান নিয়ে মঙ্গলের সংসার। কেঁদে কেঁদে মঙ্গল বলে, আমার মা এতোদিন আমার সঙ্গে কথা বলত না। আজ মানুষগুলোকে বাঁচানোর পর মা আমার সঙ্গে কথা বলেছে।

মঙ্গলের নৌকায় কাজ করে তার চাচাতো ভাই লরকা জলদাস(২১)।সে জানায়,নয়জন লোককে ওঠানোর মতো জায়গা আমাদের ছোট বোটে ছিলো না। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, জায়গা না হলে আমরা একজন সাগরে লাফ দিয়ে লোকগুলোকে নৌকার সঙ্গে বেঁধে কূলে নিয়ে আসবো। খোদার কৃপায় নৌকায় সবার জায়গা হয়ে গেছে।

মঙ্গলের নৌকায় ছিলো রতপ জলদাস(২১)। সে মঙ্গলের স্ত্রীর ছোটভাই। বোনের বাড়িতে বেড়াতে এসে নৌকায় ঘুরতে গিয়েছিলো সে। রতপ জানায়, লোকগুলোকে নৌকায় তোলার সঙ্গে সঙ্গে সাগরের যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেলো। সাগর আগের মত উত্তাল থাকলে হয়তো লোকগুলোকে উঠিয়ে আনা যেতো না। ভাটা পড়লে সবাই গভীর সাগরের দিকে ভেসে যেতো।

নৌকায় বাবার নিয়মিত সঙ্গী মঙ্গলের ছেলে বিজয় জলদাস(১৫)। তার চোখে মুখে তখনও বিষ্ময়। বিজয় জানায়, উদ্ধার করা লোকগুলো তার বাবাকে দুই হাজার টাকা বকশিস দিয়েছে। কুড়িয়ে পাওয়া তেলের ব্যারেল দুটিও তাদের ঘরে আছে। মানুষগুলোকে বাঁচাতে পেরে অন্যরকম আনন্দ লাগছে তাদের।

কূলে পৌঁছে খানিকক্ষণ বিশ্রাম করে চলে গেছে উদ্ধার হওয়া লোকগুলো। প্রত্যেকেই সুস্থ আছে তারা। নয়জন মানুষের জীবন বাঁচিয়ে মঙ্গল জলদাস ও তার সঙ্গীরা এখন সন্দ্বীপের নায়ক। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে তারা। যদিও এসবের ছিঁটেফোঁটাও জানে না মঙ্গলরা। তাদের ছোট্ট জেলেপাড়ায় সে খবর কখনও পৌঁছুবে কিনা কে জানে!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম