1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় এস আই হারুন যেনো মাদক ব্যাবসায়ীদের আতংকের নাম, ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

আশুলিয়ায় এস আই হারুন যেনো মাদক ব্যাবসায়ীদের আতংকের নাম, ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টারঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৬৫ বার

ঢাকার আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আটকৃতদের কাছ থেকে ২১৩ পিস ইয়াবা ও ২৭৮৮ পিচ পুরিয়া (হেরোইন) উদ্ধার করা হয়। এস আই হারুনর রশীদ জানান উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

৩০ এপ্রিল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন এর আগের বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কুমকুমারী এলাকায় সঙ্গীয় এএসআই পবিত্র কুমার মালাকারকে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আশুলিয়া মাদক ব্যাবসায়ীদের আতংকের নাম আশুলিয়া থানা পুলিশের এস আই হারুনর রশীদ, তিনি প্রতিনিয়ত তার চৌকসতা ও মেধার মনোনয়নে মাদক ব্যাবসায়ীদেরকে খুব সহজেই গ্রেপ্তারের ভুমিকায় তিনি, সর্বক্ষণ নিবেদিত একজন পুলিশের সাব ইন্সপেক্টর তিনি মাদকের উপরে জিরোটলারেন্স নিতিতে সচল। তাই তিনি মাদক ব্যাবসায়ীদের কাছে আতংকের নাম।

আটককৃতরা হলেন,আশুলিয়া থানার নয়ারহাট পূর্ব ধনিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম,কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম বড় বেউলা ইউনিয়নের দরবেশকাটা গ্রামের মৃত আকবরের ছেলে মো. মিনারুল ইসলাম (৫৩), একই থানার ইলিসিয়া উখখালি গ্রামের মৃত আমিরের ছেলে মো. সোহেল (৩৭) এবং (৪৫)। মিনারুল ও সোহেল আশুলিয়ার কুমকুমারী এলাকার আব্দুল আজিজের ভারাটিয়া বাসা ভাড়া নিয়ে থাকতেন।

তিনি বলেন, আটককৃত মিনারুল ও সোহেল কক্সবাজার থেকে এসে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলেও জানান আশুলিয়া থানা পুলিশের এস আই হারুনর রশীদ । উদ্ধারকৃত ২১৩ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার ৯০০ টাকা এবং ২৭৮৮ পুড়িয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ, বিশেষ এ প্রতিবেদক, মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, আশুলিয়ার কুমকুমারী এলাকায় এএসআই পবিত্র কুমার মালাকারকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসায় জড়িত আছে বলে স্বীকার করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন। আটককৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম