জেলা প্রতিনিধি, কুমিল্লা।।
কুমিল্লা জেলায় আরও ৬৪জন করোনা শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৪জন। আজ ৩জন সহ করোনায় মারা গেছেন ৩৩২ জন। এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রমতে, বৃহস্পতিবার প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৬৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ। যার মধ্যে সিটি করপোরেশন এলাকায় ২৭, আদর্শ সদর০২, সদর দক্ষিণ ১, বরুড়া ৩, ব্রাহ্মণপাড়া২, চৌদ্দগ্রাম ২, লাকসাম ৩, দেবিদ্বার ৬, হোমনা ১, মুরাদনগর ৪, মেঘনা ৪, নাঙ্গলকোট ৯ জন করোনা শনাক্ত হয়েছেন। মুরাদনগর, হোমনা ও সদর দক্ষিণে দুই পুরুষ ও একজন নারী মারা গেছেন।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন বলেন, কুমিল্লাকে রেড জোন হিসাবে পরিগণিত করা হয়েছে। এ জেলায় করোনা রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলছে। বিকাল ৪টা পর্যন্ত ১১ হাজার ৫৪জনের রিপোর্ট পজেটিভ। করোনায় মারা গেছেন ৩৩২ জন। যাদের বেশীর ভাগই পুরুষ। লকডাউনের সময়ে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি।