নিজস্ব প্রতিবেদক
আজ কোভিড-১৯ ভাইরাসের ২য় ঢেউ মোকাবিলায় সামাজিক দূরত্ব স্থাপনে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন এর উদ্যোগে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ,প্যাথলজি বিভাগ, এক্সরে বিভাগ, টিকেট কাউন্টার, কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান ওয়ার্ডে ১মিটার দূরত্ব সৃষ্টি করতে সামাজিক সুরক্ষারেখা স্থাপন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাবা নাজিয়া বিনতে আলম, সংগঠন এর প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জোবায়ের আহমেদ, নির্বাহী সদস্য ফারুক ওয়াহিদ, আরাফাত হোসেন অন্তু, রাফি মাহমুদ, ফাহিম হোসেন রাসেল সহ প্রমুখ।
এইসময় সংগঠন এর প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন বলেন, কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। আমরা গত বছরের ন্যায় এইবারও সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষ্যে সুরক্ষারেখা স্থাপন করেছি।