নিজস্ব প্রতিবেদক
করোনার সংক্রমণ থেকে রক্ষায় সচেতনতা প্রচারণা শুরু করেছে মেধাবী তারুণ্যের সম্মিলন নামের সামাজিক সংগঠন ’জাগরণ । পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম নগরের ব্যাটারী গলি এলাকায় বৃহস্পতিবার সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, সাবান ইত্যাদি বিতরণ করা হয়। বাজারে ব্যবসায়ীদের মাঝে হ্যান্ড গ্লোভস দেওয়া হয়। চসিকের প্যানেল মেয়র ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দীন,সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুর হাসিব ইফরাজের, সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান, সংগঠনের উপদেষ্টা সিকান্দার কবির, মোহাম্মদ হোসেন, মো. জহির উদ্দীন, মো. লাভলু, মো. কাজল, সাহেদ হোসেন হিরা, মো. হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।
সুরক্ষা সামগ্রী বিতরণের সময় কাউন্সিলন গিয়াস উদ্দীন ব্যবসায়ীদের করোনা সংক্রমণ রোধে সরকারের সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। সামাজিক দূরত্ব বজায় রাখতে ক্রেতা সাধারণের অনুরোধ জানান। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। সব সময় মাস্ক ব্যবহার নিশ্চিত করে হাটে বাজারে যাওয়া এবং ঘরে ফিরে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, আমি আপনি সচেতন হলে আপনার আশপাশের প্রতিবেশি সুরক্ষিত থাকবে। ক্রমান্বয়ে এই ১৫নং ওয়ার্ডের বাসিন্দারা সচেতন হয়ে করোনা সংক্রমণ রোধে সহায়তা করতে পারবে বলে আমার বিশ্বাস। আসুন আমরা সবাই মিলে করোনা সংক্রমণ রোধে সরকারকে সহযোগিতা করি।