নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ২১ এপ্রিল (বুধবার) শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে সফরকারি টাইগাররা।
আইপিএলে অংশ নিতে এই মুহূর্তে ভারতে অবস্থান করায় আগের সিরিজে খেলা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দলে নেই। এদিকে ইনজুরির কারণে জায়গা মেলেনি আগের সিরিজে খেলা তরুণ পেসার হাসান মাহমুদের। আর দলে নতুন মুখ শরিফুল ইসলাম।
মঙ্গলবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
১৫ সদস্যের বাংলাদেশ দলে যারা আছেন: মুমিনুল হক (অধি), লিটন কুমার দাস, মোহম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।