1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়িতে অবৈধ বসতঘর উচ্ছেদের জের, বিট কর্মকর্তাকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ 

ফুলছড়িতে অবৈধ বসতঘর উচ্ছেদের জের, বিট কর্মকর্তাকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ১৯৭ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়িতে অবৈধ বসতঘর উচ্ছেদের পর দায়িত্ব পালন করতে গিয়ে বনবিভাগের জমি জবরদখলকারীদের হাতে লাঞ্ছিত হয়েছে ফুলছড়ি রেঞ্জ’র বিট কর্মকর্তা ফারুক আহমদ বাবুল।

এসময় তাকে প্রায় আধা ঘন্টা আবরুদ্ধ করে রেখে প্রাননাশের হুমকী দেয়া হয়েছে।
শুক্রবার (২মার্চ) বিকালে ঘটে এ ঘটনা।

ফুলছড়িতে বিট কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, প্রতিদিনের ন্যায় আমি আমার সহকর্মীদের নিয়ে ফুলছড়ি বিটের জুমনগর এলাকায় ২০১৭-২০১৮ সালের ২য় আবর্তে সৃজিত বনবিভাগের সামাজিক বনায়নে টহল দিতে গেলে স্থানীয় নুরুল আবছার,এহেছান,আবছার,ইউনুসসহ ১০/১২ জন মিলে আমাকে প্রায় আধা ঘন্টা আবরুদ্ধ করে রাখে এবং আমাকে নারী দিয়ে লাঞ্ছিত করা হয়েছে।

এসময় নুরুল আবছার আমার শার্টের কলার ধরে বলে তুই যেমন সরকারি লোক আমিও তেমনি সরকারি লোক।
আরেকবার এখানে আসলে প্রান নিয়ে ফিরতে পারবিনা।
যদি আর কোন মামলা দিস, সাংবাদিকদের বলিস জানে মেরে ফেলব।

উল্লেখ্য, গত ২৯ মার্চ ফুলছড়ি রেঞ্জ এর অধীনে জুমনগর এলাকায় বনবিভাগ ও চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ঐদিন প্রায় ছোটবড় প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছদ করা হয়। যার অধিকাংশ জমি নুরুল আবছার সিন্ডিকেটের দখল করে আছে বলে জানা গেছে।

বনবিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, নুরুল আবছার একজন বনখেকো। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করেনা। তার রয়েছে বিরাট একটি বাহিনী।
তাদের সাথে করে নুরুল আবছার বনবিভাগের জমি জবরদখল করে আসছে এবং তা চড়া মুল্যে বিক্রি করছে।

সম্প্রতি বনবিভাগের ৫ একর জমি উদ্ধার করা হয়। এরপর থেকে নুরুল আবছার ও তার বাহিনী বনবিভাগের কর্মকর্তাদের হেনাস্থা ও লাঞ্ছিত করা শুরু করেছে।

ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, আজকে আমার বিট অফিসারকে অবরুদ্ধ করে প্রাননাশের হুমকি দিয়েছে।
এ ব্যাপারে আমি উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তবে অভিযুক্ত নুরুল আবছারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিট অফিসারকে নাজেহাল করা হয়নি, হুমকি দেয়ার প্রশ্নই আসেনা। বারবার কেন একই জায়গার বসতঘর ভাঙ্গা হচ্ছে এবং অন্যন্য ঘর বহাল তবিয়তে কেন তা জানতে চেয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম