মনিরুজ্জামান
ভোলায় পিকআপ ভ্যানের সাহায্যে মাছ পাচারের সময় ১০ ড্রাম অবৈধ বাগদার রেনু জব্দ করেছেন উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), মৎস্য কর্মকর্তা ও পুলিশের একটি টিম। ওই ড্রামে প্রায় ৪ লাখ পিচ মাছ ছিল বলে তারা জানান। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন দৌলতখান উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাসনাইন।
একই সূত্র জানায় , গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি চক্র মঙ্গলবার (২০ এপ্রিল) রাত বাগদা পাচার করবে। এমন সংবাদে রাত ১১টায় উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুল রহমান, সহকারী কমিশনার (ভূমি) মহুয়া চৌধুরী ,মৎস্য বিভাগ ও পুলিশের যৌথটিম উপজেলার পাতার খাল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০ ড্রাম ভর্তি প্রায় ৪ লাখ পিস অবৈধ বাগদা রেণু সহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। তবে পাচারের সাথে জড়িত চক্রটি প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন। জব্দকৃত বাগদা রেনু রাতেই সাবার উপস্থিতিতে ওই এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। জব্দকৃত পিকআপ ভ্যানটি নিলামে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: সাইফুর রহমান জানান, অভিযান অব্যাহত থাকবে।