আমিনুল হক বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ২০কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
রোববার রাতে উপজেলার হোমনা সড়ক হতে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার দুলালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো: সুজন মিয়া (১৬)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মুরাদনগর হোমনা রোডে অভিযান চালায় এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ২০কেজি গাজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
তার সাথে থাকা অপর দুই মাদক ব্যাবসায়ী দৌড়ে পালিয়ে যায়। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, পুলিশ সুপার মো: ফারুক আহম্মেদ এর নির্দেশনায় নিয়িমিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হোমনা রোডে অভিযান চালিয়ে গাজাসহ মাদক ব্যাসায়ীকে আটক করা হয়।
সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মুরাদনগরকে মাদকমুক্ত করতে আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।