কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
প্রতারণা আর ভেজালের বাজারে এখন দেশী লাল চিনি। হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে উদ্ধার হয়েছে রং ও ক্যামিক্যাল মিশ্রিত ১২০ প্যাকেট ভেজাল লাল চিনি।
আজ বৃহস্পতিবার (১এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌরভার হাটহাজারী বাজারস্থ চৌধুরী ষ্টোরে অভিযান চালিয়ে এ ভেজাল চিনি উদ্ধার করেন।
সুত্রে জানা যায়, সাদা চিনিতে রং ও ক্যামিকেল মিশিয়ে আমির গ্রুপের কেয়া ব্র্যান্ড’ নামীয় একটি কোম্পানী সাদা চিনিকে রং ও কেমিক্যাল দিয়ে ব্রাউন কালার করে খাঁটি আঁখের চিনি বলে বাজারে বিক্রি করছে।
এমন অভিযানে বিস্মিত হাটহাজারীর ক্রেতা সাধারণ। এই লাল চিনির নিয়মিত ক্রেতা সংবাদকর্মী আবুল বাশার বলেন- ‘ সাদা চিনির তুলনায় লাল চিনি অধিক স্বাস্থ্যসম্মত, চিকিৎসক বা পুষ্টিবিদকর্তৃক প্রচারিত এমন বক্তব্যে অনেকের মতো আমিও এর নিয়মিত ক্রয় করে থাকি’ এতেও ভেজাল প্রমানিত হচ্ছে, তাইলে মানুষ যাবে কোথায়।”