লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে|
দইখাওয়া উওরপাড়া তরুণ যুবসমাজের উদ্দ্যেগে -শর্টপিচ ক্রিকেট টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে।
উপস্থিত ছিলেন তুরুন প্রজন্মের অহংকার বিল্পবী জননেতা আগামীর কর্ণধর জনাব, মোনাব্বেরুল হক মোনা।
উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের অহংকার আগামীর কর্ণধর জনাব, হুমায়ুন কবীর প্রিন্স
ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব, জাহিদুল ইসলাম জাহিদ।
উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী দল কে পুরুস্কার তুলে দেন মোনাব্বেরুল হক মোনা ও হুমায়ুন কবির প্রমুখ।