রেজা শাহীন:
এই সময়ের ব্যাস্ত অভিনেত্রী কেয়া পায়েল।শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে । তারপর মিউজিক ভিডিও, নাটক। সর্বশেষ নাম লেখিয়েছেন সিনেমায়। মিডিয়ায় তার পদচারণা খুব বেশি সময় না হলেও এই অল্প সময়েই সবার নজরে এসেছেন এই গুণী অভিনেত্রী। তিন বছরের কয়ারিয়ারে কেয়া পায়েল অভিনীত সর্বাধিক নাটক এবারের ঈদে প্রচার হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে।
গত ১৪ মে কেয়া পায়েল তার অফিসিয়াল ফেসবুক পেজে তার অভিনীত ঈদের ২৫ নাটকের লিস্ট শেয়ার করেন। নাটকগুলো হলো- ‘উড়াধুরা আলোবাসা’, ‘হারানো দিনের গান’, ‘৫ ভাই চম্পা’, ‘১০ লাখ মার্বেল, ‘বাবা vs ছেলে’, ‘ম্যারাডোনার ছেলে, ‘আওয়াজ’, ‘ল্যাম্পপোস্ট’, ‘লোভে পাপ, পাপে ফাপঁর’, ‘টোল’, ‘I see you’, ‘ডোন্ট ডিস্টার্ব’, ‘জিরো’, ‘প্রেম প্রেম ভাব’, ‘দৌড়ের’ ওপর ঔষধ’, ‘লোকাল হিরো’, ‘চুম্বক’, ‘বিদ্রোহী প্রেমিক’, ‘Impossible’, ‘Security Gurad’ ‘Ex Husband’, ‘আমার মা সব জানে’,’স্রোতের বিপরীতে’, ‘হঠাৎ এলো বৃষ্টি’, ‘মন পোড়ায়’।