কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের গুলিতে মোহাম্মদ শওকত হোসেন (৩৫) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।
পুলিশের দাবি, রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে মারা গেছেন তিনি।
শনিবার ১৫ এপ্রিল বিকেলে উখিয়া লম্বাশিয়া ক্যাম্প ওয়েস্ট টু ডি ব্লক এই ঘটনায় ঘটে।
নিহত মোহাম্মদ শওকত হোসেন উখিয়া লম্বাশিয়া ক্যাম্প ওয়েস্ট টু ডি ব্লকের বাসিন্দা আশরাফ আলীর ছেলে এবং এই ক্যাম্পে হেড মাঝি হিসেবে দায়িত্ব পালন করছিল বলে জানা গেছে।
ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১৪) পুলিশ সুপার (এসপি) নাইমুল হক বলেন, ‘শনিবার বিকেলে উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে বাজারে একটি কাপড়ের দোকানে অস্ত্রধারী কয়েকজন ডাকাতরা অর্তকিতভাবে গুলিবর্ষণ চালায়।
এসময় দোকানি মোহাম্মদ শওকত হোসেন নামে এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ হয়।
পরে খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পে আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে তাকে কক্সবাজার সদর সদর হাসপাতালে পৌছলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কেন ঘটনাটি ঘটেছে তা তদন্ত চলছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।