রেজা শাহীন:
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ষাটের দশকের ‘আইলো রে নয়া দামান’ গানটি এবার কাভার করলেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী তৃষা চ্যাটার্জি। বাংলাদেশের সিলেটি এই লোকগীতিটি ভাইরাল হবার পর থেকে অনেকেই নিজেদের মতো করে গানটি কাভার করছেন। কলকতায় এই প্রথম কোনো শিল্পী কাভার করলেন।
বহু পুরনো এই গনটি নতুন করে অালোচনায় আনেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতায়োজক, শিল্পী মুজাহিদুর আবদুল্লাহের মুজা। তার সংগীতায়োজনে গানটি বেশ প্রশংসা কুড়ায়।
তবে বিতর্ক ওঠে গানটির গীতিকারের নাম নিয়ে। প্রথমে সবাই হাসন রাজার নাম বললেও পরে জানা যায় গানটির অাসল গীতিকবি দিব্যময়ী দাশ।
অসময়ে ধরলাম পাড়ি’ অ্যালবামে পণ্ডিত রাম কানাই দাশ গেয়েছিলেন ‘আইলারে নুয়া জামাই’ গানটি।
২০০৪ সালে বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত ‘অসময়ে ধরলদম পাড়ি’ এ্যালবামে গানটি গেয়েছিলেন শিল্পী রাম কানাই দাশ। রাম কানাই দাশের ভাষ্যমতে তাঁর মা দিব্যময়ী দাশ গানটির গীতিকার।
তৃষা চ্যাটার্জীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘অাইলারে নয়া দামান’ গানটি দেখা যাবে।