কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকা থেকে অস্ত্রগুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- সদরের ভারুয়াখালী পশ্চিম পাড়ার আব্দুল গাফফারের ছেলে রুহুল আমিন প্রকাশ সোহেল (৩২), হাবিবুর রহমানের ছেলে ইলিয়াস (৩৫) ও কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের পশ্চিম বাহারছড়ার আবু তাহেরের ছেলে ছৈয়দ হোসেন রানা (২৮)।
রবিবার (৯ মে) দুপুরে শহর পুলিশ ফাঁড়ি অভিযানটি পরিচালনা করে।
এ সময় তাদের নিকট থেকে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, সাথে ৬ রাউন্ড কার্তুজ ও তাদের ব্যবহৃত ১১০ সিসি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।