কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন|
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কাতারে আজ সমাবেশ ফিলিস্তিনের গাজায় হামাস বাহিনীর সাথে চলছে ইসরাইলি বাহিনীর তীব্র লড়াই। ইসরাইলি বিমানের বোমার আঘাতে ধ্বংস হচ্ছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি। প্রতিদিনই মারা যাচ্ছেন নিরপরাধ নারী ও শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ।
এই সহিংসতার প্রতিবাদে এবং গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে কাতারে সংহতি সভার ডাক দিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন ইত্তেহাদে আলমি লি উলামায়ে মুসলিমিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার ১৫ মে রাত ৮ টায় কাতারের জাতীয় মসজিদ চত্ত¡রে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য সবাইকে আহবান জানানো হয়েছে।
সমাবেশে উপস্থিত থাকবেন কাতার ও ফিলিস্তিনের বিশিষ্ট নেতারা।
কাতারে করোনা সম্পর্কিত বিধি নিষেধ মেনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানায় সংগঠনটি। সেজন্য সবাইকে মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে আসতে বলা হয়েছে।